scorecardresearch
 

'বাকি দফার ভোট এক দফায় করুন,' EC-কে আবেদন করোনায় চিন্তিত মমতার

আজ মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, 'আমরা ৮ দফার নির্বাচনের বিরোধিতা করছি। যে ভাবে COVID19 কেস বাড়ছে, তাতে বাকি দফার ভোটগুলি এক দফায় করার বিষয়ে চিন্তাভাবনা করুক কমিশন। এর ফলে মানুষ কোভিডের সংক্রমণ থেকে রক্ষা পাবে।'

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ
  • ভোট এক দফায় করার কোনও পরিকল্পনা নেই

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭০০-র বেশি মানুষ করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গে। এ হেন পরিস্থিতিতে ভোটের দফা কমানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পরিস্থিতি শোচনীয়! বাংলায় প্রায় ৭ হাজারের কাছে করোনা আক্রান্ত

আজ মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, 'আমরা ৮ দফার নির্বাচনের বিরোধিতা করছি। যে ভাবে COVID19 কেস বাড়ছে, তাতে বাকি দফার ভোটগুলি এক দফায় করার বিষয়ে চিন্তাভাবনা করুক কমিশন। এর ফলে মানুষ কোভিডের সংক্রমণ থেকে রক্ষা পাবে।'

যদিও সংবাদ সংস্থা এএনআই-এর খবর, পশ্চিমবঙ্গে বাকি দফার ভোট একসঙ্গে এক দফায় করার কোনও পরিকল্পনা নেই কমিশনের। বাকি দফাগুলির ভোট এক দফায় করার বিষয়ে একটি খবর রটতে শুরু করে গত কয়েকদিন ধরে। সেই রটনাকে উড়িয়ে কমিশন জানিয়েছে, বাকি দফাগুলির ভোট এক দফায় করার কোনও পরিকল্পনা নেই।

করোনা পরিস্থিতির এই আবহে বাকি দফার ভোট কী ভাবে করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। কমিশনের তরফে রাজ্যের ১০টি রাজনৈতিক দলকে চিঠি লিখে এ কথা জানানো হয়েছে। ১৬ এপ্রিল দুপুর ২টোর সময় কমিশনের রাজ্য দফতরে হাজির হতে বলা হয়েছে তাদের। স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি দল থেকে ১ জন করে প্রতিনিধি যাবেন এই বৈঠকে। কোভিড বিধির কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিদের নয়, শুক্রবারের বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকেও ডেকে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement