scorecardresearch
 

Corona: বাংলায় সাড়ে ৪ হাজার পার! হাজার ছাড়াল কলকাতায়

সোমবারও রাজ্যের ২৩টি জেলায় করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে সবচেয়ে চিন্তা বারিয়েছে শহর কলকাতা। রবিবার তিলোত্তমায় দৈনিক আক্রান্ত হাজার পার করেছিল। সোমবারও চিত্রটা বদলালো না। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছেন ১,১১৫ জন। প্রতিবেশী উত্তর চব্বিশ পরগনার চিত্রটাও ভয়াবহ।

Advertisement
ক্রমেই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি ক্রমেই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি
হাইলাইটস
  • ক্রমেই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি
  • ভোট মিটতে মিটতে অবস্থা আরও ভয়াবহ হবে বলেই আশঙ্কা
  • রাজ্যের প্রতিটি জেলা থেকেই পাওয়া যাচ্ছে সংক্রমণের খবর

গত কয়েকদিন ধরেই বাংলায় দৈনিক করোনা সংক্রমণের ঊর্দ্ধগতি বর্তমান। সেই চিত্রের বদল হল না সোমবারও। গত ২৪ ঘণ্টায় এবার রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা পার করল সাড়ে চার হাজারের গণ্ডি। তার মধ্যে কেবল শহর কলকাতাতেই সংখ্যাটা হাজারের ওপরে।রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪,৫১১ জন। ফলে পশ্চিমবঙ্গে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৪০৭।

স্বাস্থ্য দফতর জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৪ জন। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা হয়েছে ১০ হাজার ৪১৪। এদিন সুস্থ হয়ে উঠেছেন ১,৯৪৭ জন। ফলে বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষ ৮২ হাজার ৪৬২। পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ২৬ হাজার ৫৩১।রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৪.০৪ শতাংশ।

সোমবারও রাজ্যের ২৩টি জেলায় করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে সবচেয়ে চিন্তা বারিয়েছে শহর কলকাতা। রবিবার তিলোত্তমায় দৈনিক আক্রান্ত হাজার পার করেছিল। সোমবারও চিত্রটা বদলালো না। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছেন ১,১১৫  জন। প্রতিবেশী উত্তর চব্বিশ পরগনার চিত্রটাও ভয়াবহ। এই জেলাতেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ১,০৮৭। এর পরেই রয়েছে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কলকাতার প্রতিবেশী এই জোয় দৈনিক আক্রান্ত ২৯৫ জন। তারপরেই রয়েছে  হুগলি এবং হাওড়া। এই দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৯০ ও ২৮৬ জন। রাজ্যে এখনও বাকি চার দফার ভোট। যেহারে প্রচার-মিছিল চলছে ও করোনা বিধি মানা হচ্ছে না তাতে নির্বাচন শেষ হতে হতে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে মোট আক্রান্তে সোমবার ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত। বর্তমানে বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে দেশ। গত ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড গড়ে  দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯১২ জন।

Advertisement


 

Advertisement