"সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কী করবেন সেই সম্পর্কে কোনও ধারনা নেই। যে কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। তবে সেখানে কোনও রাজনীতি আছে কি না জানা নেই।" রাজ্য়পাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাত প্রসঙ্গে এমনটাই মন্তব্য বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সৌরভের সম্পর্কে দিলীপ আরও বলেন, "তিনি আমাদের প্রাক্তন অধিনায়ক এবং অবশ্যই একজন ভিআইপি। বিজেপি সবাইকে আহ্বান জানাচ্ছে। যাঁরাই সমাজের সফল মানুষ তাঁদেরই রাজনীতিতে আসা উচিত। রাজনীতির বর্তমান শোচনীয় অবস্থার পরিবর্তনের জন্য ভাল মানুষের প্রয়োজন।" প্রসঙ্গত, রবিবার বিকেলে হঠাৎই রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবেন যান সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ঘণ্টারও বেশি সময় কথা হয় তাঁদের মধ্যে। তার কিছুক্ষণ পরেই জানা যায় আজ সোমবার দিল্লি যাবেন সৌরভ। যার জেরে শুরু হয় জল্পনা। যদিও এদিন রাজধানীতে উড়ে যাওয়ার আগে সৌরভ জানান, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি। আর অমিত শাহের (Amit Shah) সঙ্গে আলাদা করে কোনও কথা হবে না বলেও জানিয়েছেন মহারাজ।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অখিল গিরির তোলা ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন দিলীপ। বিজেপির রাজ্য সভাপতির পালটা প্রশ্ন, "তাতে কি অখিল গিরির ভাগ নেই? এতদিন কেন চুপ ছিলেন? ৭০০ কোটি টাকার দুর্নীতি নিয়ে এতদিন কেন কিছু বলেননি?" দিলীপ বলেন, "মুখে বলে কিছু হবে না। ওনার আইনের দ্বারস্থ হওয়া উচিত। যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে তবে প্রত্যেককেই আইনের মুখোমুখি হতে হবে।"
পাশাপাশি সারদা নারদা নিয়ে শুভেন্দু অধিকারীর সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন, "আমরা কাউকে বাচাবো না, মারবও না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআই তদন্ত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেই কেউ চোর হয়ে যায় বলে মনে করি না। তাঁদের যদি কিছু বলার থাকে তাহলে আদালতে যাওয়া উচিত, যেমন সারদা ও নারদা ইস্যুতে আমরা গিয়েছিলাম।" দিলীপের কটাক্ষ, "যাঁদের আদালতের ওপর আস্থা নেই তাঁরাই মানুষের সামনে মিথ্যা কথা বলেন।" তাঁর সাফ কথা, "আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্থ মানুষদের বিরুদ্ধে।"