scorecardresearch
 

টিকিট না পেয়ে কেঁদে ভাসালেন দিপালী সাহা, দিলেন বিজেপিতে যাওয়ার ইঙ্গিত

দিপালী সাহা (Dipali Saha) বলেন, "দিদির হয়তো দলে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। দিদির এখন সুদিন। দিদির কাছে আবেদন, আমার সদস্যপদ যেন খারিজ করা হয়।" এদিন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ও তাঁর দলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। পিকের (PK) দল টাকা নিয়ে প্রার্থী করেছে বলে অভিযোগ করেন দিপালী সাহা। একইসঙ্গে গত পঞ্চায়েত ভোট যেভাবে হয়েছে, তা নিয়েও তৃণমূলের কড়া সামলোচনা করেন দিপালী। আর তারই উত্তর মানুষ লোকসভা ভোটে দিয়েছেন বলেও মনে করেন তিনি। 

Advertisement
দিপালী সাহা দিপালী সাহা
হাইলাইটস
  • টিকিট না পেয়ে চোখে জল দিপালী সাহার
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সদস্যপদ খারিজের আবেদন
  • বিজেপিতে যোগদানের ইঙ্গিত প্রাক্তন বিধায়কের

প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যের দিকে দিকে প্রকাশ্যে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষোভ। প্রার্থী তালিকায় নাম না থাকায় এবার কেঁদে ভাসালেন বাঁকুড়ার সোনামুখীর প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক দিপালী সাহা। একইসঙ্গে দিলেন বিজেপিতে যাওয়ার ইঙ্গিত। দিপালী সাহা (Dipali Saha) বলেন, "দিদির হয়তো দলে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। দিদির এখন সুদিন। দিদির কাছে আবেদন, আমার সদস্যপদ যেন খারিজ করা হয়।" এদিন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ও তাঁর দলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। পিকের (PK) দল টাকা নিয়ে প্রার্থী করেছে বলে অভিযোগ করেন দিপালী সাহা। একইসঙ্গে গত পঞ্চায়েত ভোট যেভাবে হয়েছে, তা নিয়েও তৃণমূলের কড়া সামলোচনা করেন দিপালী। আর তারই উত্তর মানুষ লোকসভা ভোটে দিয়েছেন বলেও মনে করেন তিনি। 

এদিন বিজেপিতে যাওয়ার ইঙ্গিতও দেন দিপালী সাহা। বলেন, "দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন।" এরপরেই দিপালী বলেন, "২১-এর বিধান সভায় বিজেপি জিতবে। খেলা হবে।" তবে শুধু দিপালী সাহা নন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার পরেই জেলায় জেলায় মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। দলের হয়ে আর প্রচার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অন্যদিকে 'সায়ন্তিকা গো ব্যাক' স্লোগান উঠেছে বাঁকুড়ায়। এমনকি ক্ষোভের বহিঃপ্রকাশ ব্যারাকপুরের তৃণমূল নেতা উত্তম দাসের গলাতেও। 

এই বছর তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে অনেক নতুন মুখ। রয়েছে তারকা সমাবেশ। টিকিট পেয়েছেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী, চিরঞ্জিতের মতো তারকারা। টিকিট পেয়েছেন অদিতি মুন্সির মতো সঙ্গীত শিল্পী। খেলার জগত থেকে টিকিট পেয়েছেন, মনোজ তিওয়ারি বিদেশ বসু।  এছাড়াও ভোটে দাঁড়াচ্ছেন, ওমপ্রকাশ মিশ্র, সুজাতা মণ্ডল ও প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির। 

Advertisement

 

Advertisement