"ভুল বুঝে স্থানীয়রা আক্রমণ করাতেই কোচবিহারের শীতলকুচির একটি বুথে গুলি চলেছে।" জানালো নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোট চলাকালীন মানিক মহম্মদ নামে একটি ছেলে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় দুই তিনজন মহিলা তার দেখভাল করছিলেন। সেই সময়ই সিআইএসএফ-এর কয়েকজন ওই ছেলেটির স্বাস্থ্যের খোঁজ নেন এবং জিজ্ঞাসা করেন তাকে হাসপাতালে পাঠাতে হবে কি না। কিন্তু স্থানীয় কয়েকজন ভাবেন হয়ত সিআইএসএফ-এর জওয়ানরা ওই ছেলেটিকে মারধর করেছেন। এই ভুল বোঝাবুঝির জেরেই তাঁরা ২০০ - ৩০০ মানুষকে জড়ো করেন এবং সিআইএসএফ কর্মীদের আক্রমণ করেন।
এছাড়া এদিন পোলিং আধিকারিকদের ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনায় সিআইএসএফ জওয়ান ও হোম গার্ডরা আহত হন। এদিকে খবর পেয়ে তাঁদের সাহায্য করতে বুথে পৌঁছায় ক্যুইক রেসপন্স টিম। কিন্তু কিউআরটি-এর গাড়িটিতেও হামলা চালানো হয়। যার জেরে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি।
কমিশনের তরফে জানানো হয়েছে, "এরপর কাউকে আঘাত না করে শুধু মাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় বাহিনী। কিন্তু তাতে পরিস্থিত নিয়ন্ত্রণে আনা যায়নি। এরপর ইভিএম ও অন্য়ান্য সরঞ্জাম বাঁচাতে বাধ্য হয়ে গুলি করে বাহিনী। যার জেরে মৃত্যু হয় ৪ জনের।"
৪ জনের মৃত্যু ছাড়াও আরও ৭ জন গুলিতে আহত হয়েছেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এই ঘটনার পর সিআইএসএফ, হোমগার্ড ও ভোট কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে সিআইএসএফ-এর তরফেও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।