শুক্রবার বিকেল থেকে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে একটি নামকে কেন্দ্র করে। তবে কোনও রাজনৈতিক কারণে নয়। মাদক সহ পাকওড়া হয়েছেন ওই বিজেপি নেত্রী। স্বভাবতই এই ঘটনায় উচ্ছসিত রাদ্যের শাসক দল। এমন ঘটনা অদূর ভবিষ্যতে আরও সামনে আসবে বলে মন্তব্য করেছেন রাজ্যে দমকলমন্ত্রী সুজিত বসু। রাজ্যের আরেকমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আগেও বিজেপি কর্মীদের অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকতে দেখা গিয়েছে। এই কাজ করার জন্য মহিলাদের নিয়োগ করেছে বিজেপি। ' ভোটের আগে যখন তৃণমূলকে সাঁড়াশি আক্রমণে বিঁধতে চাইছে গেরুয়া শিবির তখন পামেলাকাণ্ড যথেষ্ট বিব্রত পরিস্থিতিতে ফেলেছে বিজেপিকে। এই গ্রেফতারির নেপথ্যে রাজনীতি রয়েছে বলেই দাবি করছে গেরুয়া শিবির। তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি পামেলারও। সিআইডি, সিবিআই তদন্ত চাইছেন বিজেপির এই যুবনেত্রী। তবে দলে তাঁর উত্থান কিন্তু ছিল চোখে পড়ার মতই। চটকদার পামেলার সোশ্যাল মিডিয়ার তথ্য বলছে ব্যক্তিগত জীবনও বেশ রঙিন ছিল তাঁর।
কলকাতা-দিল্লি-পুনে সবখানেই বিস্তার পামেলার
বিজেপি-তে যোগ দেওয়ার আগে বেশ কয়েক জায়গায় কর্মরত ছিলেন পামেলা। জানা যায় সুন্দরী পামেলা এয়ার ইন্ডিগো-য় বিমানসেবিকা হিসাবেও কাজ করেছেন। নিজের ফেসবুকে দাবি করেছেন একটি বেসরকারি সংস্থার ইন্টেরিওর ডিজাইনার হিসাবেও কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কলকাতার পাশাপাশি দিল্লি এবং পুণেতেও কাজের অভিজ্ঞতা রয়েছে। বেসরকারি সংস্থায় কাজের পর পামেলা কিছু দিন নিজের ব্যবসাও করেন বলে জানা যায়। এ শহরেরই একটি বেসরকারি সংস্থায় সেলস এবং মার্কেটিং বিভাগে ডিরেক্টর ছিলেন। অন্তত নিজের সোশ্যাল সাইটে এমনটাই দাবি করেছেন পামেলা।
অভিনয়ও করেছেন পামেলা
তাঁর ফেসবুক প্রোফাইল অনুযায়ী, ২০১৩ থেকে ’১৫ পর্যন্ত অভিনয়ও করেছেন পামেলা। রয়েছে মেডিলং-এর অভিজ্ঞতাও। যদিও সে সম্পর্কে বিশদে কোনও তথ্য দেননি তিনি। বাংলা বা হিন্দির পাশাপাশি ফরাসি ভাষাতে স্বচ্ছন্দ তিনি। বলিউডের পাশআপাশি হলিউড মুভিও রয়েছে তাঁর পছন্দের তালিকায়।
রাজনীতিতে উত্থান চমকপ্রদ
২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পামেলা গোস্বামী। তবে দু'বছরের মধ্যেই তার রাজনৈতিক উত্থান কিন্তু চোখে পড়ার মত। দলে যোগদানের পরের বছরই বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক হন তিনি। হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও পামেলা। মুকুল রায় থেকে দিলীপ ঘোষ সকলের সঙ্গেই যোগাযোগ ছিল পামেলার। জেপি নাড্ডার কলকাতা সফরের সময়ও পাশে ছিলেন পামেলা। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পামেলা। যা দেখে মনে হয় দলের উপর মহলের সঙ্গে ভালি পরিচিতি রয়েছে তাঁর।
যুবনেতা প্রবীর কুমার দের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে উঠছে প্রশ্ন
পামেলা গোস্বামীর সঙ্গে শুক্রবার গ্রেফতার হয়েছেন বিজেপির যুবনেতা প্রবীর দে। তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। নআর অ্যাভিনিউতে তাদের পাকড়াও করে নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশ দাবি করছে, তাঁদের কাছ থেকে ৯০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। শোনা যায় এই প্রবীরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পামেলার। একসঙ্গে রাজনীতির পাশাপাশি নিউটাউনে একটি বিউটি পার্লার চালাতেন তাঁরা। জানা যাচ্ছে প্রবীর বিবাহিত এবং তাঁর এক কন্যা সন্তান রয়েছে। প্রবীরকে নিয়ে পামেলার সঙ্গে তাঁর বাবা-মার ঝামেলা বাঁধে।
পামেলার বাবার মারাত্মক অভিযোগ
তাঁর মেয়ে যে মাদকাসক্ত হয়ে উঠেছে সে কথা বছর খানেক আগেই পুলিশের কাছে জানিয়েছিলেন পামেলার বাবা। পুলিশ সূত্রে খবর, গত বছরের ৮ই এপ্রিল স্বামী বিবেকানন্দ রোডের বাসিন্দা কৌশিক গোস্বামী, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানান, বছর বিয়াল্লিশের প্রবীর কুমার দে বিবাহিত এবং তার আট বছরের এক কন্যা সন্তান থাকা সত্ত্বেও, তার মেয়েকে ভুল বুঝিয়ে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে। পাশাপাশি তারা যৌথভাবে "রোকোকো" নামের একটি ইন্টেরিয়ার ডিজাইনার সংস্থা খুলেছে, যার কার্যালয় এক্সিস মলে। এরপরই তিনি লিখেন, বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রবীর কুমার দে তার মেয়েকে দিনের-পর-দিন মাদক সেবন করিয়ে রীতিমত মাদকাসক্ত করে ফেলেছে।
ফাঁসানো হয়েছে বলছেন পামেলা
তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপির যুব মোর্চার নেত্রী। তাঁর দাবি, ভোটের আগে তাঁকে ফাঁসানো হয়েছে। তবে পামেলাই প্রথম নন এর আগে জলপাইগুড়ির হোম থেকে শিশু পাচারের অভিযোগ উঠেছিল বিজেপি নেত্রী জুহি চৌধুরীর বিরুদ্ধে। দলের একাধিক নেত্রীর নাম এভাবে অসামাজিক কাজে উঠে আসায় বেজায় বিপাকে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ভোটের আগে কিছুটা হলেও ব্যাকফুটে বিজেপি। যার রাজনৈতিক ফায়দা তুলতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির।