প্রকাশ্য জনসভায় সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির । হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত হানার প্রতিবাদে পুরুলিয়ায় ঝালদা থানায় মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো ।
গত ২৫ জানুয়ারি পুরুলিয়ার কাশীপুরে তৃণমূলের আয়োজিত প্রকাশ্য জনসভায় রাম ও সীতাকে নিয়ে মন্তব্য করেন মদন মিত্র । তিনি বলেন, "আপনাদের বাবার ভাগ্য ভালো যে রামের বউকে রাবণ নিয়ে পালিয়েছিল । রামের বউ সীতাকে রাবণ না নিয়ে পালালে যদি বিজেপি নিয়ে পালাত তাহলে হাতরস বানিয়ে দিত সীতাকে ধর্ষণ করে ।"
মদন মিত্রের আগে অবশ্য় সীতা নিতে বিতর্কিত মন্তব্য় করেছন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কল্যাণের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। ঘটনার জেরে সরব হয়েছে বিভিন্ন সংগঠনও । জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সীতা রামের কাছে গিয়ে বলেছিলেন, ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছিল। যদি তোমার চ্যালাগুলো আমাকে হরণ করে নিয়ে যেত, তাহলে আমার উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষিতা মেয়েটির মতো অবস্থা হত।"
তৃণমূল সাংসদের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির যুব মোর্চার নেতা আশিস জয়সওয়াল ইতিমধ্যে কল্যাণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি বলেছেন, "কল্যাণবাবু যে ভাষায় কথা বলেছেন তাতে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে। তিনি প্রকাশ্য়ে এসে ক্ষমা চাক এই মন্তব্যের জন্য। ওনার ওই মন্তব্যের জন্য আমরা থানায় অভিযোগ জানিয়েছি। হিন্দুরা এখন জাগছে। হিন্দুদের বিষয়ে কিছু বলার আগে ভাবনা চিন্তা করা উচিত। আমি কল্যাণ বন্দ্য়োপাধ্যায় ও বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই হিন্দুদের সম্পর্কে কিছু বলতে গেলে আগে ভাবনা চিন্তা করে নেবেন।"
ইতিমধ্য়েই সীতাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে কল্যাণের বিরুদ্ধে হুমকি দিয়েছেন মহন্ত পরমহংস। তিনি বলেছেন, অবিলম্বে এই বিষয়ের তদন্ত হওয়া দরকার। নতুবা যিনি সাংসদের মাথা কাটবেন, তাকে ৫ কোটি টাকা দেবেন তিনি। তাঁর দাবি, সস্তার রাজনীতির জন্য দেবতাদের নাম বদনাম করা হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।