নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। ঘটনায় পালটা শুভেন্দুর বিরুদ্ধেই তোপ দাগলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার নিজের মনোনয়ন পেশ করেন ফিরহাদ। তারপর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ফিরহাদ পালটা অভিযোগ করেন, "ওরা উস্কানি দিচ্ছিল। নন্দীগ্রামের মানুষকে বলছে মিনি পাকিস্তান, কেন? আমরা ভারতবাসী, এই ভারত আমার। যেদিন মৃত্যু হবে এই ভারতের মাটিতেই আমার কবর হবে, এই মাটিতেই মিশে যাব। কেন বারবার এই অপমান করছে শুভেন্দু?"
শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফিরহাদের আরও কটাক্ষ, "নতুন গেছে বিজেপিতে তাই বেশি হিন্দুত্ব দেখাচ্ছে। বিজেপিও জানে এটা তাদের কাছে ভাল হওয়ার জন্য করছে। এই ধর্ম নিরপেক্ষার জন্য গান্ধীজ রক্ত দিয়েছেন, ইন্দিরা গান্ধী রক্ত দিয়েছেন। দরকার হলে আমরাও দেব। কিন্তু ধর্ম নিরপেক্ষ ভারতে লুণ্ঠিত হতে দেব না। বর্গাদারদের হাতে ভারতকে বিক্রি হতে দবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এগিয়ে যাবেন।"
বুথে দলের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, "বাংলার গণতন্ত্রকে দখল করার চেষ্টা করছে বিজেপি ও তার নতুন এজেন্ট শুভেন্দু অধিকারী। কিন্তু পারবে না। কারণ মানুষ গণতন্ত্র চাইছেন। এজেন্টদের ভয় দেখিয়ে, ভোটারদের সন্ত্রস্ত করে আটকানো যায় না। বাংলার মানুষ এর জবাব দেবেন। ২ তারিখ এর জবাব দেবেন মানুষ।"
এদিন নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। শোনা যায় গো ব্যাক স্লোগান। এমনকি কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। যদিও পরে এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "কেন্দ্রীয় বাহিনী থাকায় কিচ্ছু করতে পারছে না তৃণমূল। সামাদ মডেল সুফিয়ান মডেল ফেল। আমার ওপরে রোজই হামলা হয়। আমার অভ্যাস আছে। আর কত দিন? ২ তারিখের পর বেগম চলে যাবেন। বিজেপির সরকার তৈরি হবে।"