যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই তৃণমূলে বিরোধী সুর জোড়ালো হচ্ছে। নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশরকে নিয়ে দলের মধ্যেই বাড়ছে ক্ষোভ। দলের নেতা থেকে বিধায়ক প্রতিদিনই কেউ না কেউ বেসুরো গাইছেন। সেই দলে এবার সামিল হলেন হাওড়ার বর্ষীয়াণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়। পিকে-কে উদ্দেশ্য করে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বলেন, "যে বাংলার রাস্তাঘাট চিনল না, জেলা মহকুমা চিনল না, বাংলায় কত ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষ রয়েছেন তা জানল না, সেই প্রশান্ত কিশোর এসে বিধানসভা ভোটে জিতিয়ে দেবে?"
আগামী বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরকে সামনে রেখেই পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছে শাসকদল তৃণমূল। কিন্তু গত কয়েকমাসে একাধিক তৃণমূল বিধায়ক বিদ্রোহ করেছে। সেই দলে এবার সামিল হলেন তৃণমূল শিবিরের বর্ষীয়াণ বাণী সিংহ। তিনি বলেন, "পিকে'কে কেউ মানছে না। দলে এই নিয়ে কাকে বলব ? দেওয়ালকে বলব ?" এরআগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, জটু লাহিড়ী, বৈশালী ডালমিয়ার মত একাধিক দলীয় বিধায়ককে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে নিয়ে উষ্মা প্রকাশ করতে। এতদিন বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দলেই বহিরাগত প্রশান্ত কিশোরকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে।
শুভেন্দু দলের সঙ্গে দূরত্ব বাড়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরেকটি কারণ এই প্রশান্ত কিশোর। হাওড়ার তৃণমূল নেতাকে এই প্রসঙ্গে শুভেন্দুর পাশেই দাঁড়াতে দেখা গেছে। কেন শুভেন্দুর মত নেতার সঙ্গে এমন হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু সরকারি ভাবে এখনও তৃণমূল না ছাড়ালেও বাণী সিংহ রায়-এর কথায়, "শুভেন্দু চলে যাওয়াতে দলের অনেক ক্ষতি হয়ে গেল। যেটা এখন বোঝা যাবেনা। এটা নির্বাচনের পরে বোঝা যাবে।"
গত কয়েকদিন হল শুভেন্দুর মত খবরের শিরোণামে রয়েছেন মমতা মন্ত্রিসভার আরেক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ের এই বিধায়ককে দলের মধ্যে যেভাবে কোণঠাসা করা হচ্ছে তা নিয়েও ক্ষোভ উগড়েছেন বর্ষীয়াণ এই নেতা। নিজেকে তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দাবি করে বাণী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর পাড়ার চার-পাঁচজনই এখন দল চালাচ্ছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মুখ খুলেছেন বাণী। গত দু'বছর ধরে হাওড়ার পুরভোট না হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। জনতা কর দেয়, কিন্তু পরিষেবা মিলছে না। এতে জণগনের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জনতা কাকে ভোট দেবেন তা তারাই ঠিক করবেন বলে ইঙ্গিতবাহী কথাও বলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বাণী সিংহ রায়।