scorecardresearch
 

India Today Conclave East 2021: 'তৃণমূলের পরবর্তী ৩-৪ প্রজন্ম তৈরি', মমতার কথায় কীসের ইঙ্গিত?

তিনি রাজনীতি থেকে অবসর নিলেও তৃণমূল (TMC) কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য পরবর্তী ৩ থেকে ৪ প্রজন্ম তৈরি রয়েছেন। ইন্ডিয়া টুডে কনক্লেভে (India Today Conclave East 2021) এসে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, তিনি যতদিন বেঁচে আছেন সক্রিয় রাজনীতিতেই থাকবেন। যদিও, অবসরের বিষয়টি সরাসরি এড়িয়ে যাননি মুখ্যমন্ত্রী। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সূত্র-ইন্ডিয়া টুডে) মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সূত্র-ইন্ডিয়া টুডে)
হাইলাইটস
  • 'যতদিন বেঁচে আছেন সক্রিয় রাজনীতিতেই থাকবেন'
  • 'তৃণমূলকে নেতৃত্ব দেওয়ার ৩-৪ প্রজন্ম তৈরি'
  • ইন্ডিয়া টুডে কনক্লেভে বললেন মমতা


তিনি রাজনীতি থেকে অবসর নিলেও তৃণমূল (TMC) কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য পরবর্তী ৩ থেকে ৪ প্রজন্ম তৈরি রয়েছেন। ইন্ডিয়া টুডে কনক্লেভে (India Today Conclave East 2021) এসে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, তিনি যতদিন বেঁচে আছেন সক্রিয় রাজনীতিতেই থাকবেন। যদিও, অবসরের বিষয়টি সরাসরি এড়িয়ে যাননি মুখ্যমন্ত্রী। 

কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি? 

বাংলা তথা ভারতের রাজনীতিতে এই প্রশ্নটা গত কয়েক বছর ধরেই ঘুরপাক খাচ্ছে। ১৯৯৯ সালে কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একঝাঁক নেতা-নেত্রী বেরিয়ে এসে তৈরি করেছিলেন আজকের তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের মরচে পড়ে যাওয়া বেশ কিছু নীতি থেকে কিছুটা আলাদা চিন্তা ভাবনা। প্রথম থেকেই সেই চিন্তাধারাকে সামনে রেখে শুরু হয় পথ চলা। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করা থেকে কেন্দ্রের একাধিক নীতিকে জনবিরোধী বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা, সব ক্ষেত্রেই প্রতিবাদের মুখ হয়ে ওঠেন মমতা। লাগাতার আন্দোলনের মাধ্যমে একসময় ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে বাংলার ক্ষমতায় আসে মমতা। যার নেপথ্যে দুটি মাইলস্টোন ছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন। আর নন্দীগ্রাম আন্দোলন মমতাকে ক্ষমতায় আনার পথে বেশ খানিকটা মাইলেজ দিলেও তার প্রধান কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী। 

জনপ্রিয়তার শীর্ষে শুভেন্দু

রাজনৈতিক মহলের একাংশ মনে করেন তৃণমূলে থাকাকালীন মমতার পরে ঘাসফুল শিবিরের দ্বিতীয় জনপ্রিয় নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি মমতার পরবর্তী সময় ব্যাটন শুভেন্দুর হাতে যেতে পারে এমনটাও মনে করতেন কেউ কেউ। যদিও সাম্প্রতিককালে বঙ্গের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু। আর বিজেপিতে গিয়েই একেবারে খোলাখুলি আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপির তরফে লাগাতার অভিযোগ তোলা শুরু হয় যে, নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছেন মমতা। আর এদিন সরাসরি মমতা বলে গেলেন যে তৃণমূলের আগামী ৩ - ৪ প্রজন্মের তৈরি। এখন দেখার বাস্তবেই মমতার পরবর্তী হাতে কার হাতে যায় তৃণমূলের রাশ।   

Advertisement

 

Advertisement