scorecardresearch
 

India Today Conclave East 2021: নির্বাচনে আত্মবিশ্বাসী মমতা! বললেন, 'জনতা ছাড়া মমতা নয়'

'জনতা ছাড়া মমতা নয়, জনতা যতক্ষণ চাইবে ততক্ষণই মমতা কাজ করবে', ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১ (India Today Conclave East 2021)-এ এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'আমি নিজের দমেই জিতেছি, কারও কাছে মাথা নত করি না। আমি সমস্ত মানুষকে সম্মান করি। সাংসদ হিসেবে থাকার পরেও পেনশন নিই না। মুখ্যমন্ত্রী পদে থেকেও কোন ভাতা নিই না।'  

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সূত্র-ইন্ডিয়া টুডে) মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সূত্র-ইন্ডিয়া টুডে)
হাইলাইটস
  • 'আমি স্ট্রিট ফাইটার'
  • 'জনতা যতক্ষণ চাইবে কাজ করব'
  • ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১-এ বললেন মমতা

'জনতা ছাড়া মমতা নয়, জনতা যতক্ষণ চাইবে ততক্ষণই মমতা কাজ করবে', ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১ (India Today Conclave East 2021)-এ এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'আমি নিজের দমেই জিতেছি, কারও কাছে মাথা নত করি না। আমি সমস্ত মানুষকে সম্মান করি। সাংসদ হিসেবে থাকার পরেও পেনশন নিই না। মুখ্যমন্ত্রী পদে থেকেও কোন ভাতা নিই না।'  

এদিন স্বভাবসুলভ ভঙ্গিতেই বিজেপি (BJP) তথা কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান, করোনার টাকা থেকে শুরু করে জাতপাত, বিভিন্ন বিষয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমত বলেন, 'বাংলায় কখনও জাতপাতের রাজনীতি হয়নি। বিজেপি শুরু করেছে। সব জায়গায় ধর্মের নামে অশান্তি লাগাচ্ছে। এমনকি হিন্দু ও বাঙালিদের মধ্যেও বিভাজন করছে। হিম্মত থাকলে লড়ে দেখাক।' একইসঙ্গে এদিন ফের একবার গর্জে উঠে মমতা প্রশ্ন তোলেন, 'দিল্লি কেন বাংলাকে নিয়ন্ত্রণ করবে, বাংলা বাংলাকে নিয়ন্ত্রণ করবে।'

২০২১ একুশের নির্বাচন কতটা বিশেষ? এই প্রশ্নের উত্তরে মমতা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বলেন, 'কোনও আলাদা নির্বাচন নয়। ছোট বড় ব্যাপারও কিছু নয়। আমি স্ট্রিট ফাইটার।' একইসঙ্গে এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নিয়েও গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা। বলেন, 'বিজেপি সরাসরি ভয় দেখাচ্ছে। দলে যোগ না দিলে জেলে ভরে দেব বলছে।' পাশাপাশি মমতার কটাক্ষ, 'যাঁরা গেছে ভাল হয়েছে, তাঁরা জানত যে টিকিট পাবে না।' 

অন্যদিকে এদিনও রাজ্য সরকারের উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরেন মমতা। মমতা বলেন,  'আমাদের সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রায় ১০ কোটি জনসংখ্যা। শিক্ষা, স্বাস্থ্য, খাবার সবটাই বিনামূল্যে, সবটাই ভর্তুকি।' একইসঙ্গে বাংলা, এম এস এম ই, গ্রামীণ রাস্তা, ই গভর্ন্যান্স, ই টেন্ডার সহ বেশকিছু ক্ষেত্রে প্রথম বলেও এদিন ফের একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 

Advertisement


 

Advertisement