scorecardresearch
 

বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের জলকামান-লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

বাম ছাত্র যুব সংগঠনের (DYFI) ডাকা নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শহর কলকাতায় (Kolkata)। মিছিল আটকাতে লঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান পুলিশের। লাঠিচার্জে একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ বামেদের (Left Front)। পাশাপাশি ঘটনায় একজন পুলিশ আধিকারকও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 

Advertisement
বামেদের নবান্ন অভিযান বামেদের নবান্ন অভিযান
হাইলাইটস
  • কর্মসংস্থান ও শিল্পের দাবিতে নবান্ন অভিযান
  • বামেদের নবান্ন অভিযান ঘিরে কলকাতায় ধুন্ধুমার
  • পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি


বাম ছাত্র যুব সংগঠনের (DYFI) ডাকা নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শহর কলকাতায় (Kolkata)। মিছিল আটকাতে লঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান পুলিশের। লাঠিচার্জে একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ বামেদের (Left Front)। পাশাপাশি ঘটনায় একজন পুলিশ আধিকারকও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 

শিল্প ও কর্মসংস্থানের দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেন বামেরা। কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল। এদিকে নবান্ন অভিযান ঘিরে বিশৃঙ্খল এড়াতে যথেষ্ট তৎপর ছিল পুলিশও। এন এন ব্যানার্জী রোড ও ডোরিনা ক্রসিং-এর সংযোগ স্থলে মিছিল আটকাতে দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়। 

মিছিল ধর্মতলার কাছে এস এন ব্যানার্জী রোডে পৌঁছলে তা আটকে দেয় পুলিশ। মেটাল ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরেরা। শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকারীদের আটকাতে জল কামানের ব্যবহার শুরু করেন পুলিশ কর্মীরা। এর পর রাজ্য সরকার বিরোধী স্লোগান তুলে ব্যারিকেড পেরোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। তখন লাঠি চার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ বাম কর্মী সমর্থকদের। অন্যদিকে ধস্তাধস্তিতে এক পুলিশ আধিকারিকও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 


 

Advertisement