India Today Conclave East 2021 এসে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, মোদী ও শাহ তার দল রাজ্যে এসে ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে। বলছে সিএএ চালু করবে। তাদের জিজ্ঞাসা করা উচিত শেষ ৬ বছর দেশের জন্য কী করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ১০ বছর রাজ্যের জন্য কী করেছে। অর্জন জেটলির থাকলে এই সমস্যা হত না। এই সরকার একের পর এক শক থেরাপি নিয়ে এসেছে। বন্ধ করা উচিত ফেক নিউজ ছড়ানো। আইটি সেলের মাধ্যমে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি এর কারণ ব্যাখ্যা করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের খুব সম্মান করেন।
আরও পড়ুন, মোদী-শাহকে আক্রমণ ডেরেকের! 'দুজনেই দেশে শক থেরাপি ব্যবহার করছেন, যা ইচ্ছে ঘোষণা করে দেন'
কেন্দ্রকে নিশানা ডেরেকের
ডেরেকের আক্রমণ, নরেন্দ্র মোদী ও অমিত শাহ দেশে শক থেরাপি ব্যবহার করছেন। নিজেদের ইচ্ছে মতো যা ইচ্ছে ঘোষণা করছেন, বিল আনছেন। বিরোধীদের কথাই শোনেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খোলাখুলি সংসদে দাঁড়িয়ে বলছেন, তাঁদের ৩১ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা সত্যিকে মিথ্যে করতে পারি, মিথ্যেকে সত্য়ি করতে পারি। এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায়? রাজ্যসভায় এভাবে বিল পাশ হতে পারে ? কোথায় সিএএ আইন লাঘু হয়েছে ?
একের পর এক আক্রমণ
ডেরেক বলেন, মমতার প্রথম লড়াই কিন্তু বামেদের বিরুদ্ধে নয়। কংগ্রেসে থাকার সময়ে লড়াই শুরু হয়েছিল। একটা সাংসদ ও ২৬টা বিধায়ক থেকে এখন তৃণমূল কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
তোপ ডেরেকের
প্রসঙ্গত দুই দিন ধরে চলা India Today East Conclave 2021 এর আজকে শেষ দিন। ইন্ডিয়া টুডে-র কনক্লেভ মানেই চিন্তাশক্তি ও তার বিশ্লেষণের অনবদ্য প্ল্যাটফর্ম। দেশের ও রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ থাকছেন কনক্লেভে। বৃহস্পতিবার অর্থাত্ ১১ ফেব্রুয়ারি India Today Conclave East 2021-এর চতুর্থ এডিশন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে আর কিছু দিন পরেই বিধানসভা নির্বাচন। তারপরেই বিধানসভা ভোট পড়শি রাজ্য অসমে। তাই একেবারে নির্বাচনের মুখে একেবারে সরগরম সময়ে India Today Conclave—East 2021 অনুষ্ঠিত হচ্ছে।