scorecardresearch
 

West Bengal Election 2021: ভোট না দিলে 'দেখে নেওয়া'র হুমকি তৃণমূল প্রার্থীর

বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় কঙ্কালেশ্বরী কালী মন্দির চত্বরে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেই সভায় বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী খোকন দাস বলেন, যাঁরা এলাকার ছেলেকে ভোট দেবেন না তাঁদের দেখে নেব। যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাদের পাশে দাঁড়াবো না। আমরা তাঁদের চিহ্নিত করে রাখতে চাই। ২ তারিখের পর আমরা দেখবো বিজেপির বিরুদ্ধে কিভাবে কী করা যায়।"  

Advertisement
খোকন দাস খোকন দাস
হাইলাইটস
  • "২ -৪ জন ভাবছেন বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন"
  • "না পারলে যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাঁদের পাশে দাঁড়াবো না"
  • ভোটারদের হুমকি বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থীর

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ আরও এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এবার কাঠগড়ায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস (Khokan Das)। ভোটারদের রীতিমতো 'দেখে নেওয়া'র হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল (TMC) প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি (BJP)। প্রার্থীর বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

জানা গিয়েছে বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় কঙ্কালেশ্বরী কালী মন্দির চত্বরে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেই সভায় বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী খোকন দাস বলেন, যাঁরা এলাকার ছেলেকে ভোট দেবেন না তাঁদের দেখে নেব। যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাদের পাশে দাঁড়াবো না। আমরা তাঁদের চিহ্নিত করে রাখতে চাই। ২ তারিখের পর আমরা দেখবো বিজেপির বিরুদ্ধে কিভাবে কী করা যায়।"  

তিনি আরও বলেন, "এই এলাকায় যে ২ -৪ জন ভাবছেন বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন, ক্ষমতায় নিয়ে আসতে পারলে ভালো। আর না আনতে পারলে যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাঁদের পাশে দাঁড়াবো না। আমরা এলাকার মানুষের বিপদে আপদে সারা বছর কাজ করি। মানুষের ভাবা দরকার রথতলা কাঞ্চননগরের ছেলে খোকন দাস। তাই সব ভোট খোকনকেই দেবো। আর ভোট যদি আমাদের না দেন, যাঁরা বিজেপি হয়ে কাজ করবেন, বিজেপির হয়ে লড়বেন, আমরা তাঁদের চিহ্নিত করে রাখতে চাই। ২ তারিখের পর আমরা দেখবো বিজেপির বিরুদ্ধে কিভাবে কি করা যায়।" প্রার্থীর আরও চোখ রাঙানি, "মজা পেয়ে গিয়েছেন? তৃণমূলের সঙ্গে থেকে সবকিছু করবেন, আর সব সুযোগ-সুবিধা ভোগ করে তৃণমূলের বিরুদ্ধে যাবেন?" যদিও এই ঘটনায় ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বিজেপি। প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। 

প্রসঙ্গত দিন কয়েক আগে এই ধরনেরই হুমকি শোনা যায় সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তের মুখে। ভোটারদের উদ্দেশ্যে তপন বলেন, "ভোট না দিলে জল বন্ধ করে দেওয়া হবে। বুথ দেখে চিহ্নিত করা হবে কারা ভোট দেয়নি। তারপর সেইসব এলাকায় জলের লাইনও যাবে না, জলও পাওয়া যাবে না।"  

Advertisement

 

Advertisement