এ কথা সত্যি গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাঁড়ি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তাঁর বড় দাঁড়ি রাখার রহস্য কী? খোলসা করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী।
উত্তরপ্রদেশের গ্রাম উন্নয়ন মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং ওরফে মোতি সিং ব্যক্তিগত কাজে ফিরোজাবাদ এসেছিলেন রবিবার। তখন সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর কথা হয়। বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা হচ্ছিল। এর মধ্যে বাংলার ভোট নিয়েও আলোচনা হয়।
এ ব্যাপারে যখন তাঁর সঙ্গে কথা হয় তখন তিনি মন্তব্য করেন, বাংলার ভোটে রবীন্দ্রনাথ ঠাকুরের কায়া আর ছায়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তুতির মধ্যে দেখা যাচ্ছে।
তাঁকে প্রশ্ন ছিল ভারতীয় জনতা পার্টি আশঙ্কা করছে যে বাংলার ভোটে হিংসাত্মক ভোট হবে। আপনার কী মত? এর জবাবে রাজেন্দ্রপ্রসাদ প্রতাপ সিং ওরফে মোতি সিং বলেন, দেখুন বাংলার ইতিহাসে হিংসা হয়ে এসেছে। এটা নতুন কোনও ঘটনা নয়। কমিউনিস্ট পার্টির শাসন হোক বা এখন মমতা দিদির শাসন। তবে আমরা তো অজাতশত্রু। আমাদের প্রধানমন্ত্রী অজাতশত্রু।
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া এখন মোদীজীর প্রস্তুতিতে দেখা যাচ্ছে। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের ইতিহাসে মোদীজিকে সবাই ভরসা করবেন। অহিংসার মাধ্যমে বাংলার ভোট হবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে সবাই রায় দেবেন। যেদিন ভোটের ফলাফল ঘোষণা হবে তারপরের দিন মোদীজির আশীর্বাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির পদ্ম হাতে যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, তখন আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
এদিকে, লম্বা দাড়ি ও সঙ্গে কোট,ইদানীং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন পোশাকেই দেখা যেত। এবার সেই পোশাকের সূত্র টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
দিন কয়েক আগে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শহর বর্ধমানের উৎসব ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের সময় সব বহিরাগত এসে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ,লম্বা দাড়ি ও রবীন্দ্রনাথ ঠাকুরের মত কোট পরে ভিতরে, দশ লাখ টাকার স্যুট পরলে রবীন্দ্রনাথ ঠাকুর ও অরবিন্দ হওয়া যায় না। তাই তো মঞ্চে উঠে কবির গানকে অসম্মান করেন।