আজ শনিবার মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) হত ধরে বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। সূত্রের খবর এমনটাই। আর সেই দিনই মালদরের (Malda) বিভিন্ন প্রান্তে দেখা গেল শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার ও পোস্টার। সেগুলির কোনোটায় লেখা, 'তোমার মতেই মত, তোমার পথেই পথ' কোথাও লেখা, 'আমাদের আদর্শ বাংলার গর্ব জননেতা', কোথাও আবার লেখা, 'বাংলার পরিবর্তন নিয়ে আসতে ফিরে আসছে শুভেন্দু দা, সততার প্রতীক দাদার আমরা সঙ্গী'। জেলার মানিকচক, বিনোদপুর,ইংরেজবাজার, বৈষ্ণবনগর, গাজোল সহ বিভিন্ন এলাকায় এই ধরনের পোস্টার ব্যানার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
শুভেন্দু অধকারীর সমর্থনে পোস্টার ব্যানারকে লাগানোকে কেন্দ্র করে, সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া এক নেতা কাজল গোস্বামী জানান, "শুভেন্দু দা আমার রাজনৈতিক গুরু, জেলাজুড়ে তাই আমরা এই সমস্ত হোডিং এবং ব্যানার লাগাচ্ছি। কর্মীরাও উৎসাহী, আগামীতে জেলাজুড়ে আরও পোস্টার - ব্যানার লাগানো হবে।" প্রসঙ্গত, দিন কয়েক আগেই একসঙ্গে পদত্যাগ করেন মালদহের বামনগোলা ব্লকের তৃণমূলের ৫ অঞ্চল সভাপতি। মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নুর, তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর বাবলা সরকার এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কাছে পদত্যাগ পত্র পাঠান গোবিন্দপুর - মহেশপুর, বামনগোলা, পাকুয়াহাট, জগদলা এবং চাঁদপুর অঞ্চলের সভাপতিরা। দলে যোগ্য সম্মান না পাওয়া এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে না পারাকেই পদত্যাগের কারণ হিসেবে দেখান তাঁরা।
এদিকে আজই মেদিনপুরে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত ধরেই তিনি বিজেপিতে প্রবেশ করতে পারেন বলে জানা যাচ্ছে। আর শুধু শুভেন্দুই নয়, বিজেপিতে যোগ দিতে পারেন আরও বেশ কয়েকজন নেতা ও বিধায়ক। তৃণমূল ছাড়াও তাঁদের মধ্যে কংগ্রেস এবং সিপিএমের বিধায়করাও থাকতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে এদিনের সভা থেকে বিজেপি রাজ্যে তাদের প্রত্যেক রাজনৈতিক প্রতিপক্ষের ঘরেই ভাঙন ধরাতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।