বিজেপিকে (BJP) ঠেঙিয়ে পগার পার করে দেওয়ার নিদান দিলেন বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার পূর্ব বর্ধমানের আউসগ্রামের গোপীনাথবাটিতে এক সভায় অনুব্রত বলেন, "আরএসএস ভোট কিনতে বাড়ি বাড়ি টাকা দিতে গেলে নিয়ে নেবেন। কিন্তু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন।" তাঁর আরও দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এনআরসি হবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান।"
এদিন আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম-কেও একহাত নেন অনুব্রত। বলেন, "আপনারা ভুল করবেন না। অনেক দালাল আছে। মিম বলে একটা দল আছে। হায়দ্রাবাদ থেকে আসছে। এরা বিজেপির বড় দালাল। এরা নিমকহারাম। বিজেপির কাছে কয়েক কোটি টাকা নিয়েছে। এদের বিশ্বাস করবেন না।"
বিজেপিকে বিঁধে অনুব্রত বলেন, "আট বছরে দেশের কোন কাজ করেনি। শুধু বিক্রি করেছে। ট্রেন বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। লকডাউনে হাজার হাজার শ্রমিক হেঁটে বাড়ি ফিরেছেন। রাস্তায় খাবার জলের পর্যন্ত ব্যবস্থা করেনি বিজেপি সরকার। মানুষ জলের অভাবে মারা গিয়েছেন।" পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়ের খতিয়ান দিতে গিয়ে তিনি বলেন, "মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৬৯ টি প্রকল্প চালু করেছেন। স্বাস্থ্য সাথী কার্ড করে দেখিয়ে দিয়েছেন। পাঁচ লক্ষ টাকা মিলছে চিকিৎসার জন্য। শুধু এরাজ্যে নয়। যাঁরা ভেলোরে চিকিৎসা করাতে যাচ্ছেন তাঁরাও এই সুযোগ পাচ্ছেন।"
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, "আসন্ন নির্বাচনে ২২০-র বেশি আসন পাবে তৃণমূল। পূর্ব বর্ধমান জেলায় তাকে যে যে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলোতেও জয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনি।" তিনি প্রশ্ন তোলেন, "বিজেপিকে মানুষ ভোট কেন দেবে? কী করেছে?" পাশাপাশি বিজেপি নেতা অরবিন্দ মেননকে কটাক্ষ করে অনুব্রত বলেন, "২০২১-এ বিজেপি ফিনিশ।"