scorecardresearch
 

মমতার পরে জনপ্রিয় নেতা শুভেন্দু! ফের বেসুরো জিতেন্দ্র

ফের বেসুরো আসানসোলের তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এদিন ফের তিনি আক্রমণ করলেন পুরমন্ত্রী ববি হাকিমকে। সেইসঙ্গে শুভেন্দু অধিকারী ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবথেকে জনপ্রিয় শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকে এমনটাই জানালেন তিনি।

Advertisement
তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়রি। তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়রি।
হাইলাইটস
  • ফের বেসুরো জিতেন্দ্র তিওয়ারি
  • ফের একহাত নিলেন ববি হাকিমকে
  • শুভেন্দু প্রসঙ্গে দলের অবস্থানের সমালোচনা

ফের বেসুরো আসানসোলের তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এদিন ফের তিনি আক্রমণ করলেন পুরমন্ত্রী ববি হাকিমকে। সেইসঙ্গে শুভেন্দু অধিকারী ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবথেকে জনপ্রিয় শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকে এমনটাই জানালেন তিনি।

শুভেন্দু প্রসঙ্গে জিতেন্দ্র

জিতেন্দ্র তিওয়ারি এদিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা বললে মানায়, ববি হাকিম গিয়ে শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা বললে সেটা মানায় নাকি। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবথেকে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। এটা তো অস্বীকার করার জায়গা নেই। নেতাদের উচিত ছিল, আলাপ-আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া ওনার সঙ্গে। কিন্তু কিছু ছোট নেতা যারা আমাদের সমস্যাই মেটায় না, তাঁরা শুভেন্দু অধিকারীর সমস্যা কী করে মেটাবে। এরার কারোর জন্য জায়গা ছাড়তে রাজি নয়। আরে ভাই, সরকার থেকে দলটা চলে গেলে তোমরা কী নিয়ে থাকবে। দলটাকে বাঁচতে দাও। দলটাকে বাঁচাতে গেল মানুষের হয়ে কথা বলতে হবে।" 

আরও পড়ুন, এবার খোদ মমতার সঙ্গেই দেখা করছেন 'বিদ্রোহী' জিতেন্দ্র তিওয়ারি

দলের নেতাদের সমালোচনা

সেইসঙ্গে তিনি বলেন, " দলে একজনকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাঁর হাতে কোনও ক্ষমতাই থাকে না। বাইরে থেকে দেখা হচ্ছে ওই লোকের হাতেই ক্ষমতা রয়েছে। কিন্তু ভিতরে সেটা অন্য নিয়মে চলছে। লোক বলবে আপনি দায়িত্বে আছেন, কেন কাজ করছেন না। আর ভিতরে ভিতরে দেখবেন তা চলছে না। ঠিক একই জিনিস আমার সঙ্গে হচ্ছে। দলের জেলা সভাপতি আমি। এদিকে আমাকে মেসেজ করে জানানো হল ১৮ তারিখ পর্যন্ত মিছিল করবেন না। বিজেপি-সিপিএম মিটিং মিছিল করছে। কিন্তু আমাদের দলে একজন নেতার ইচ্ছা হয়নি, তাই আমি মিটিং-মিছিল করতে দেওয়া হবে না। কোথাও শুনেছেন এমন হয়। দুটো জিনিস আছে ওরা কেড়ে নিতে পারে। এক, জেলা সভাপতি পদ কেড়ে নিতে পারে। আমি আগেই তা ভেবে রেখেছি, বলার ১ মিনিটের মধ্যে তা ছেড়ে দেব। দ্বিতীয়, আসানসোল কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব কেড়ে নিতে পারে। ওরা বললে সেটাও ছেড়ে দেব। আমরা মানুষকে নিয়ে থাকব। আগামী দিনের মানুষের সঙ্গে লড়াই করব।"

Advertisement

Advertisement