scorecardresearch
 

বিজেপির রণনীতি তৃণমূলের হাতে ! গদ্দারি করছে কে ? বিস্ফোরক কুণাল ঘোষ

বিজেপির (BJP) ঘরের খবর পৌঁছে যাচ্ছে বাইরে। রাজ্যে গেরুয়া ব্রিগেডের নির্বাচনী রণনীতির খবরও পাচ্ছেন তৃণমূলের (TMC) নেতারা। বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আরও কী বললেন তিনি ?

Advertisement
কুণাল ঘোষ কুণাল ঘোষ
হাইলাইটস
  • বিজেপির (BJP) ঘরের খবর পৌঁছে যাচ্ছে বাইরে।
  • রাজ্যে গেরুয়া ব্রিগেডের নির্বাচনী রণনীতির খবরও পাচ্ছেন তৃণমূলের (TMC) নেতারা।
  • বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিজেপির (BJP) ঘরের খবর পৌঁছে যাচ্ছে বাইরে। রাজ্যে গেরুয়া ব্রিগেডের নির্বাচনী রণনীতির খবরও পাচ্ছেন তৃণমূলের (TMC) নেতারা। বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আরও কী বললেন তিনি ?   

কী বললেন কুণাল ? 

বুধবার বাঁকুড়ায় রামসাগরের সভা থেকে বিজেপির রণনীতি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "গদ্দার চিরকালই গদ্দারই থাকে। জেপি নাড্ডা বলছেন, রণনীতি তৈরি করছেন। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যন্য নেতারা দরজা জানালা বন্ধ করে ঘরে রণনীতি তৈরি করুন। দু-ঘণ্টা পরে ফোন করবেন। বলে দেব আপনারা কি রণনীতি তৈরি করলেন।"

কারা করছেন গদ্দারি ? 

এই বলেই থেমে থাকেননি তৃণমূলের নেতা। তাঁর দাবি, ''কোনও লোভ বা ভয়ে যারা আমাদের সাথে গদ্দারি করে আপনার সাথে যাচ্ছেন, তাঁরা ভালো সাজার জন্য আমাদের সাথেও যোগাযোগ রাখছেন। আপনার ঘরের খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এদের কোনও জাত হয় না। এদের বিশ্বাস করবেন না।" পাশাপাশি এদিনের সভা থেকে শোভন-বৈশাখীর সম্পর্কের রসায়ন নিয়ে কটাক্ষ করে কুনালবাবু। তিনি বলেন, ''আজ শোভনকে কলকাতার পর্যবেক্ষক করেছে বিজেপি। এতদিন সেই শোভন-বৈশাখী কোথায় ছিলেন? গত তিন বছর ধরে দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে শোভন-বৈশাখী একে অপরকে পর্যবেক্ষণ করেছে। এখন দুজন মিলে বিজেপিকে পর্যবেক্ষণ করছে।''

শোভনের হাতে সুবর্ণগোলক

এখানেই থামেনি কুণালের বাক্য়বান। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। কুণাল ঘোষ বলেন, ''শোভন তুমি যে সুবর্ণ গোলক ছাড়া হাঁটাচলা করতে পারছ না, সেই সুবর্ণগোলক স্বর্গের ঠাকুররা তোমার কাছে টুক করে পাঠিয়ে দেননি। ওই সুবর্ণ গোলক পৃথিবীতে আসার পর হাত ঘুরতে ঘুরতে তোমার কাছে এসেছে। আর যেদিন তোমার ক্ষমতা ও টাকা শেষ হয়ে যাবে,সেদিন সুবর্ণ গোলক গড়াতে গড়াতে আরেক জায়গায় চলে যাবে।''

Advertisement

Advertisement