সকালে আমি মিটিং করতে আসব। রাতে আবার আসব। তখন আসব মশলা নিয়ে। শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে দলীয় সভায় এমনই হুংকার দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তারপরই তিনি ওই বক্তব্যে সংযোজন করেন, 'রাতে আসব রাজনীতির মশলা নিয়ে। সেই মশলা কী মশলা, তা আর বললাম না।' বিজেপির নেতাদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, 'আপনারা যে মশলা ব্যবহার করবেন। আমরাও সেই মশলা ব্যবহার করব।'
এদিন মদন হিন্দি ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আপ দুধ মাঙ্গে তো ক্ষীর দেঙ্গে। আগর বঙ্গাল মাঙ্গে তো চিড় দেঙ্গে।' এদিন মদনের বক্তব্যের মূল সুর বাঁধা ছিল মূলত আস্ফালনে। নরেন্দ্র মোদিকে নাম করে নানারকম হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মোদি পারলে আমার নামে মামলা করুন। আমি বলছি, MODI শব্দের অর্থ Murderer of Democracy in India.
সম্প্রতি প্রকাশ্য জনসভায় সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি । হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত হানার প্রতিবাদে পুরুলিয়ায় ঝালদা থানায় মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো । গত ২৫ জানুয়ারি পুরুলিয়ার কাশীপুরে তৃণমূলের আয়োজিত প্রকাশ্য জনসভায় রাম ও সীতাকে নিয়ে মন্তব্য করেন মদন মিত্র । তিনি বলেন, "আপনাদের বাবার ভাগ্য ভালো যে রামের বউকে রাবণ নিয়ে পালিয়েছিল । রামের বউ সীতাকে রাবণ না নিয়ে পালালে যদি বিজেপি নিয়ে পালাত তাহলে হাতরস বানিয়ে দিত সীতাকে ধর্ষণ করে ।"
তবে এই মশলার কথা আগেও হুঁশিয়ারি দিয়েছেন মদন। পুরুলিয়ায় এক সভায় তিনি বলেন, গাড়ি গাড়ি মাল মেটিরিয়াল পৌঁছে দেব। নিবার্চন করতে যেটা লাগে। যেমন রান্না করতে গরম মশলা লাগে গুঁড়ো লঙ্কা লাগে,তেমনই পলিটিক্সের জন্য অনেক কিছু লাগে। সেইগুলো পৌঁছাতে হবে। সবটা তো আর সকালে পৌঁছনো যায় না, কিছুটা রাতে পৌঁছতে হয়। পুরুলিয়ার কাশীপুরে শুভেন্দু অধিকারীর পাল্টা সভায় এমনই মন্তব্য করেন মদন মিত্র। এদিন হুমকির ভাষায় তিনি বলেন,নির্বাচনে করতে সব ব্যবস্থাই থাকবে।