scorecardresearch
 

"বিশ্বাসঘাতদের ছুঁড়ে ফেলবেন বাংলার মানুষ", শুভেন্দুকে আক্রমণ সুব্রতর

"বিশ্বাসঘাতকদের বাংলার মানুষ চিনে নেবেন এবং ছুঁড়ে ফেলে দেবেন।" রবিবার সাংবাদিক বৈঠকে এভাবেই দলের প্রাক্তন সহকর্মী তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। শুভেন্দুর (Suvendu Adhikari) দলবদল প্রসঙ্গে সুব্রত আরও বলেন, "কেউ কেউ বলছেন এটা গেল গেল রব, কিন্তু আমরা মনে করি না। এই ধরনের খুচরো চলে যাওয়া অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে। এটা তৈরি মিরজাফরের সময় থেকে।" বিজেপি (BJP) নেতাদের উদ্দেশ্যে সুব্রতর চ্যালেঞ্জ, "যতই শুভেন্দু কে নিয়ে নিন, আগামী নির্বাচনে দেখবেন কটা আসন পান।" 

Advertisement
সুব্রত মুখোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়
হাইলাইটস
  • শুভেন্দুকে তীব্র আক্রমণ সুব্রতর
  • আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার
  • জোড়াসাঁকোয় প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

"বিশ্বাসঘাতকদের বাংলার মানুষ চিনে নেবেন এবং ছুঁড়ে ফেলে দেবেন।" রবিবার সাংবাদিক বৈঠকে এভাবেই দলের প্রাক্তন সহকর্মী তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। শুভেন্দুর (Suvendu Adhikari) দলবদল প্রসঙ্গে সুব্রত আরও বলেন, "কেউ কেউ বলছেন এটা গেল গেল রব, কিন্তু আমরা মনে করি না। এই ধরনের খুচরো চলে যাওয়া অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে। এটা তৈরি মিরজাফরের সময় থেকে।" বিজেপি (BJP) নেতাদের উদ্দেশ্যে সুব্রতর চ্যালেঞ্জ, "যতই শুভেন্দু কে নিয়ে নিন, আগামী নির্বাচনে দেখবেন কটা আসন পান।" 

বিরোধীদের উদ্দেশ্যে সুব্রতর আরও কটাক্ষ, "আমরা বলি আমাদের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনও রাজনৈতিক দল আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আরও একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে ভোট চাইতে যাবে। যতদিন না পারবে ততদিন আমরা নিশ্চিন্ত।" তাই আগামী নির্বাচনে মমতাই মানুষের আশীর্বাদ প্রাপ্ত হবেন বলে আত্মবিশ্বাস ঝরে পড়ে তাঁর গলায়। 

শনিবার বিজেপির সভায় বেশকিছু অসত্য তথ্য তুলে ধরা হয়েছে বলেও এদিন দাবি করেন সুব্রত মুখ্যপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবদল করেছিলেন বলে বিজেপির সভায় যে মন্তব্য করা হয়েছিল তার প্রেক্ষিতে সুব্রত বলেন,  "মমতা দল বদল করেননি। নতুন দল গঠন করেছিলেন।" পাশাপাশি দলের নিহত কর্মীদের সংখ্যা নিয়ে যে তথ্য বিজেপি দিয়েছে তাও মানতে রাজি হননি সুব্রত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঠানো খাদ্যশষ্য তৃণমূল কর্মীরা আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ বিজেপি তুলেছে তা প্রমাণ করতে পারলে সমস্ত দোষ মাথা পেতে নেওয়া হবে বলেও চ্যালেঞ্জ করেন এই তৃণমূল নেতা। অন্যদিকে কাট আউটে অমিত শাহের নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে কবিগুরুকে ছোট করা হয়েছে বলেও অভিযোগ করেন সুব্রত। এই ঘটনার প্রতিবাদে জোড়াসাঁকোয় দলের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান এই তৃণমূল নেতা।   

Advertisement


 

Advertisement