scorecardresearch
 

'রাম কা নাম বদনাম না করো', বিজেপিকে ফিরহাদের ঠেস

ওঁরা যা করছে, তারপর বলতে বাধ্য হচ্ছি রামের বদনাম হচ্ছে। বিজেপিকে এই ভাবে আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধাননগরে তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Advertisement
রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম
হাইলাইটস
  • ওঁরা যা করছে, তারপর বলতে বাধ্য হচ্ছি রামের বদনাম হচ্ছে
  • বিজেপিকে এই ভাবে আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম
  • 'দেখো ও দিওয়ানো অ্যায়সা কাম না করো/ রাম কা নাম বদনাম না করো'। বলিউডের বিখ্যাত এই গানকে হাতিয়ার করে বিজেপি আক্রমণ করেছেন তিনি

ওঁরা যা করছে, তারপর বলতে বাধ্য হচ্ছি রামের বদনাম হচ্ছে। বিজেপিকে এই ভাবে আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধাননগরে তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

'দেখো ও দিওয়ানো অ্যায়সা কাম না করো/ রাম কা নাম বদনাম না করো'। বলিউডের বিখ্যাত এই গানকে হাতিয়ার করে বিজেপি আক্রমণ করেছেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, তাঁরা যা করছেন, আমি বলতে বলতে বাধ্য হচ্ছি, 'দেখো ও দিওয়ানো অযায়সা কাম না করো/ রাম কা নাম বদনাম না করো'। আসলে তাঁরা রামের নাম বদনাম করছেন। যাঁকে তাঁরা সম্মান করেন। আমাদের জন্য বলছি না।

এদিকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বক্তব্য রাখতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে। তখনই মেজাজ হারান মমতা। কোনও ভাষণ না দিয়েই মমতা বলেন, 'এ ভাবে ডেকে অপমান করার কোনও মানে হয় না। এটা সরকারি অনুষ্ঠান।'

 

Advertisement