আবারও বিস্ফোরক তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং বেসুরো তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ। শনিবার হাওড়ার (Howrah) চকপাড়ায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ওইসব নেতাদের উদ্দেশ্যে কল্যাণ বলেন, "টাকার লোভ দেখিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহ তাঁদের বলছেন নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। আর তাঁরাও টাকার লোভে সেই বুলবুলে পরিণত হচ্ছেন।" তৃণমূলের যে সমস্ত নেতারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাঁদের উদ্দেশ্যে কল্যাণের কটাক্ষ, "সকলেই সুখের পাখি, দুঃখের সময় তাঁদের দেখা মেলে না। তাঁরা শুধু ক্ষমতার লোভে দল করেছেন । যে ডিপার্টমেন্টে কন্ট্রাক্টরের সংখ্যা বেশি সেখানকার মন্ত্রিত্ব না দিলেই তাঁরা বেসুরো হয়েছেন।" কল্যাণের প্রশ্ন, "শেষ সময়ে এসে মনে পড়েছে রাজ্যের বিভিন্ন সমস্যার কথা। একসময় তাঁরাও তো মন্ত্রী ছিলেন, তখন কেন এই সমস্ত সমস্যাগুলো দূর করেননি? শেষ সময়ে এসে পিছন থেকে ছুরি মারছেন দলকে।"
এদিন বিরোধীদের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল সাংসদ। বলেন, "এক ইঞ্চি জমিও তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে না। ২০০-র বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস।" প্রসঙ্গত ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতার আসবে বলে বারংবার দাবি করে চলেছে বিজেপিও।
সাম্প্রতিক কালে একের পর এক তৃণমূল নেতা যেমন বিজেপিতে যোগ দিয়েছেন, তেমনই দলে থেকেও বেসুরো গেয়ে চলেছেন অনেকেই। এদিনই ফেসবুক লাইভে নাম না করে একশ্রেণির নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি যখন মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, তখন কতিপয় নেতা এটাকে নিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করছেন। এতে দুঃখ লাগে। আমি মানুষের কাছে দায়বদ্ধ।" তাঁর প্রশ্ন, "আমি কিছু বললে সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ভালো কাজ করতে চাইলে সেটায় যখন বাধা দেওয়া হচ্ছে, তাই নিয়ে তো কিছু বলা হচ্ছে না?" রাজীব সাফ বলেন, "মানুষের কাজ করার জন্য যেটা আমার কাছে কমফর্টেবল মনে হয়েছে সেটাকেই প্রাধান্য দিয়েছি। যা বলেছি দলের মঙ্গলের জন্য বলেছি।"