scorecardresearch
 

West Bengal Election 2021 : নন্দীগ্রামে মমতা প্রার্থী, কী জানালেন সৌগত রায় ?

সূত্রের খবর, মমতার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নন্দীগ্রাম (Nandigram) থেকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে তাঁকে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ১১ মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

Advertisement
তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল সাংসদ সৌগত রায়
হাইলাইটস
  • একুশের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
  • নন্দীগ্রামে এক সভায় সে কথা ঘোষণা করেছিলেন তিনি
  • জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারীরর গড় বলে পরিচিত নন্দীগ্রামের তেখালিতে এক দলীয় সভা থেকে নিজেই নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন মমতা

একুশের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (WB CM Mamta Banerjee)। নন্দীগ্রামে এক সভায় সে কথা ঘোষণা করেছিলেন তিনি। জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামের তেখালিতে এক দলীয় সভা থেকে নিজেই নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন মমতা।

সূত্রের খবর, মমতার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নন্দীগ্রাম (Nandigram) থেকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে তাঁকে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ১১ মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

এই নিয়ে বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy) বলেন, "আমার কাছে এরকম কোনও তথ্য নেই। যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে জানাচ্ছেন যে তিনি নন্দীগ্রাম (Nandigram) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এই ব্যাপারে আমি বলতে পারব না।"

নন্দীগ্রাম (Nandigram) থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় লড়বেন কিনা, তা নিয়ে তিনি বলেন, "এটা মমতা বন্দ্যোপাধ্য়ায় স্থির করবেন। তবে মমতা যেটা বলেন, সেটা করেন। তিনি নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করবেন। " 

নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন গড়করি, স্মৃতি ইরানি, জে পি নাড্ডার মতো বিজেপির একাধিক নেতা-নেত্রী নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন। কিন্তু বিজেপির এই হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তৃণমূল পেরে উঠবে কিনা তা নিয়ে দমদমের সাংসদ জানান, "মোদী একজন প্রধানমন্ত্রী। তাঁর একটা ওজন আছে। কিন্তু অমিত শাহ, নাড্ডা, এঁদের কী দাম আছে? কেউ তাঁদের ভাষা বুঝতে পারে না।"

এদিন তিনি আরও বলেন, "তাঁরা বাংলার সমস্যা জানেন না। আমরা তাদের সঙ্গে কোনও প্রতিযোগিতায় যাব না। বরং আমরা আমাদের নিজেদের কাজ করে যাব।"

Advertisement

এদিকে, শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নন্দীগ্রাম (Nandigram)-এ হারাবেন। বড়সড় ব্যবধানে সেখানে তিনি তাঁকে হারাবেন। একাধিক জনসভায় তিনি এই দাবি করেছেন।

 

Advertisement