কেন্দ্রের নয়া কৃষি বিলের ও কৃষক আন্দোলনের সমর্থনে এবার পথে আন্দলোনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে বসছে তৃণমূল। সেখানে আগামী দিনের দলের কৃষি বিলের বিরুদ্ধে দলের রণকৌশল নিয়ে আলোচনা হতে চলেছে।
কেন্দ্রকে নিশানা মমতার
প্রসঙ্গত, "এদিন মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, কেন্দ্রের এই বিলটি অবশ্যই প্রত্যাহার করতে হবে। নইলে গোটা দেশব্যাপী আন্দোলনে নামব। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে আসছি।" এমনিতে কৃষি বিলের বিরুদ্ধে উত্তাল রাজধানী। দিল্লির সীমান্তে বিভিন্ন রাজ্য থেকে জড়ো হচ্ছেন কৃষকরা। এদিন গুজরাত ও রাজস্থান থেকে কৃষকরা এসে জড়ো হয়েছেন বৃহস্পতিবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক বসেছে কৃষক সংগঠনগুলি। সেই বৈঠকেই একাধিক দাবি করতে চলেছেন আন্দোলনরত কৃষকরা। দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আন্দোলনের সঙ্গে দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন, অবিলম্বে কৃষক বিল প্রত্যাহারের দাবি, ট্যুইটে আন্দোলনের হুঁশিয়ারি মমতার
চাপ বাড়ছে কেন্দ্রের
নয়া এই কৃষি বিল ঘিরে ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্রের উপরে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী এদিন দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই বৈঠক করতে দেখা যাচ্ছে অমিত শাহকে। এবার এই ইস্যুতে নামতে চলেছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি কী কী হবে, তা নির্ধারন করা হবে। সেইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানানো হতে পারে। যদিও কৃষি বিল নিয়েও এখনও পিছু হাটতে নারাজ কেন্দ্র। অন্যদিকে আন্দোলনের ফলে ক্রমশ চাপ বাড়ছে। একের পর এক জোটসঙ্গী এনডিএ ছাড়ছে। ফলে গোটা বিষয়টি অন্য দিকে মোড় নিচ্ছে। বিভিন্ন অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি আইনের বিরোধিতায় আগামী দিনে যে তিনি বড়সড় কর্মসূচিতে যাচ্ছেন, সেটা টুইটের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি। এর আগেও মুখ্যমন্ত্রী বাঁকুড়ার প্রশাসনিক সভাতে কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন।