scorecardresearch
 

Petrol-Diesel Hike : দাম কমান, না হলে বৃহত্তর আন্দোলন, মোদীবাবু এজেন্সি দিয়ে কিছু করতে পারবেন না ! PM-কে সতর্ক করলেন মমতা

বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর কটাক্ষ, আমরা চাই কুম্ভকর্ণের ঘুম ভাঙুক। ঘুম ভাঙলে ভাল, না হলে আমরা ঘুম ভাঙাব। গ্যাসের দাম ৮০০ টাকা হয়েছে। আগে যেটা ছিল, সেই দাম ফেরাতে হবে। সেটা ৪০০ টাকায় ফেরাতে হবে। না হলে আমরা বৃত্তর আন্দোলনে নামব।

Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রয়েছেন ফিরহাদ হাকিম, শান্তনু সেন। বৃহস্পতিবার নবান্নে। ছবি: তপনকুমার নস্কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রয়েছেন ফিরহাদ হাকিম, শান্তনু সেন। বৃহস্পতিবার নবান্নে। ছবি: তপনকুমার নস্কর
হাইলাইটস
  • পেট্রল-ডিজেলের দাম অবিলম্বে কমাতে হবে
  • না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তাঁর হুঙ্কার, দাম অবিলম্বে কমাতে হবে। মোদীবাবু যতই এজেন্সি দেখান কিছু করতে পারবেন না

পেট্রল-ডিজেলের দাম অবিলম্বে কমাতে হবে। না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীাকে আক্রমণ করেন। তাঁর হুঙ্কার, দাম অবিলম্বে কমাতে হবে। মোদীবাবু যতই এজেন্সি দেখান কিছু করতে পারবেন না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেন এই বিষয়ে। পাশাপাশি নির্বাচনী প্রচারে আসা বিজেপির কেন্দ্রীয় নেতদেরও বেঁধেন। বিজেপিকে দুর্নীতিগ্রস্থ বলে অভিযোগ করেন। কেন্দ্রকে তিনি কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, যা ইচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে। বলুন সত্যি কথা বলতে। তখন কোনও উত্তর নেই। এই ধান্দাবাজ, দুর্নীতিবাজদের কেউ চায় না। এলপিজি, পেট্রল, ডিজিলের দাম কমাতে হবে। মানুষ বলছেন, এদের চাই না, চাই না।

তাঁর দাবি, দাম অবিলম্বে কমাতে হবে। আগের দাম না ফেরালে বৃহত্তর আন্দোলন করা হবে। একদিকে কৃষকরা রাস্তায় বসে আছেন। আর একদিকে যদি সাধারণ মানুষ রাস্তায় নেমে যায়, তখন মোদীবাবু যতই এজেন্সি দেখান, কিছু করতে পারবেন না।

বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর কটাক্ষ, আমরা চাই কুম্ভকর্ণের ঘুম ভাঙুক। ঘুম ভাঙলে ভাল, না হলে আমরা ঘুম ভাঙাব। গ্যাসের দাম ৮০০ টাকা হয়েছে। আগে যেটা ছিল, সেই দাম ফেরাতে হবে। সেটা ৪০০ টাকায় ফেরাতে হবে। না হলে আমরা বৃত্তর আন্দোলনে নামব।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, একটা বাড়িতে ন্যূনতম ২টো গ্যাস সিলিন্ডার লাগে। তার দাম ১ হাজার ৬০০ টাকা লাগে। তা হলে মানুষ বাজার করবে কী? খাবে কী? ছেলেমেয়ের পড়াশোনা চালাবে কী করে? রাস্তায় চলবে কী করে?

তিনি বলেন, রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি। রাজ্যে ২ কোটি মানুষ কেরোসিন ব্যবহার করেন। মানুষর জীবনের দাম ছাড়া সব জিনিসের দাম বাড়িয়েছে। কেরোসিন থেকে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের ২ কোটি মানুষ কেরোসিন পাচ্ছে না।

Advertisement

তিনি আরও বলেন, গরিব মানুষ কেরোসিনে রান্না করেন। কেরোসিন পেলেও দাম দিয়ে কিনতে হবে। সবথেকে গরিব স্টোভ, কয়লায় রান্না করেন। দ্বিগুণের দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রোজ একটা করে নেতা আসছে, কোনও কথা বলে না।

 

Advertisement