উনি লাভ বোঝেন না, শুধু জেহাদই বোঝেন। বাইরে থেকে এসে জয় শ্রীরাম বললে আমরা কেস করব। মঙ্গলবার কারও নাম না করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)-কে এভাবেই বিঁধলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)। এদিন তিনি পুরুলিয়ায় দলের এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে বিজেপিকে প্রবল আক্রমণ করেন।
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও প্রার্থী ঘোষণা করতে পারেনি শাসক ও বিরোধী দল। এর মধ্যে অবশ্য এসইউসিআই প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিয়েছে। তবে নির্বাচনের প্রচারে পিছিয়ে নেই কোনও দলই।
বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘুরছে পুরুলিয়ার মানবাজার বান্দোয়ান ও বলরামপুর বিধানসভা এলাকায়। অন্যদিকে, রাজ্যের শাসকদল তৃণমূলের রোড শো পুরুলিয়া শহরে পুরুলিয়া শহরের ধবঘাটা থেকে অলঙ্গিডাঙ্গা মোড় হয়ে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত।
এই রোড শোতে অংশ নেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কোঅর্ডিনেটের তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল জেলা নেতৃত্ব।
এদিন মালদায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)-র ভাষণের পরিপ্রেক্ষিতে জবাব দেন ব্রাত্য বসু (Bratya Bose)। তাঁর দাবি, মালদায় এসে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন তিনি। ঘুসপেটিয়া, লাভ জেহাদের বিষয়ে বলেন, তিনি আইন করুন, আর যা-ই করুন। উনি লাভ বোঝেন না, শুধু জেহাদই বোঝেন।
জয় শ্রী রাম স্লোগান নিয়ে ব্রাত্য বুস (Bratya Bose) বলেন, এখানে কোনও বাধা দেওয়া হয়নি। আমরা বলবো জয় বাংলা, জয় হিন্দ এবং আমরা বলব, জয় মমতা। তোমরা বাইরে থেকে এসে জয় শ্রীরাম বললে, আমরা কেস করব। কেন স্লোগান ওরা দিচ্ছে? কিন্তু এখানে ওই স্লোগান চলবে না মানুষ ছুড়ে ফেলে দেবেন।
এদিকে, যোগী এদিন বলেন, "উত্তরপ্রদেশে আইন হয়েছে, বাংলায় শুধু তোষণ-রাজনীতি। বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে। আত্মনির্ভর ভারতের কথা বলছেন মোদি। আর বাংলায় কুটির শিল্প ভেঙে পড়েছে। হিংসার ভূমি হয়ে উঠেছে বাংলা। বাংলা পরিবর্তনের ভূমি। বাংলার ঐতিহ্য ফিরয়ে আনতে হবে।'
'জয় শ্রী রাম' স্লোগান ও মমতার বিরোধিতা নিয়েও সরব হন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, 'জয় শ্রীরাম বললে বাধা কেন? রাম নাম অপছন্দ করলে বাংলায় জায়গা নেই। এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে বলে অভিযোগ তাঁর।