গোটা দিল্লির ক্যাবিনেট মন্ত্রীরা নন্দীগ্রামে চলে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে হারাতে পারবেন না। বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৭০-এর বেশি আসন পাবে না। সোমবার উত্তর ২৪ পরগনা হাবড়ায় এই দাবি করেছেন রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jotipriya Mallick)।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক (Jotipriya Mallick) বিজেপিকে তুমুল আক্রমণ করেন। তাঁর কটাক্ষ, জানান, বিজেপি নাকানি-চোবানি খাবে। বিজেপি ৭০ অতিক্রম করবে না। আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, বিজেপির ৬০-৭০ বেশি আসন জিততে পারবে না। পিকে যে কথা বলেছিলেন, সেটাই হবে। বিজেপি নাকানি-চোবায়নি খাবে।
তিনি বলেন, দলের কিছু হবে না। তৃণমূল দলে যারা নাম করেছে, যারা প্রভাব-প্রতিপত্তি করেছে, পয়সা করেছে তারা সব পালিয়ে গেছে। দলটাকে আমরা শিশুর মতো তৈরি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে সবাই দল তৈরি করেছে। এত তাড়াতাড়ি ভেঙে দেওয়া যাবে না। যারা এটা ভাবছে তারা স্বপ্ন দেখছে।
এদিন বিকেলে উত্তর ২৪ পরগনা হাবড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন জ্যোতিপ্রিয়। মন্ত্রীর প্রশ্ন "বিজেপির মুখ কারা? যারা তৃণমূল থেকে কুকর্ম করে বিজেপিতে গেছে তারাই ওদের মুখ। কুকর্ম থেকে বাঁচতে বিজেপিতে গেছে। বিজেপির কোন মুখ আছে কি? তাঁর হুঁশিয়ারি, গোটা দিল্লির ক্যাবিনেট মন্ত্রীরা নন্দীগ্রাম (Nandigram)-এ চলে এলেও মমতাকে হারাতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ রইল।"
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক (Jotipriya Mallick)-এর দাবি "বিজেপি ভয়ানক জিনিস নিয়ে খেলছে। আগুন নিয়ে তারা খেলছে। আগুন নিয়ে খেলে কোন লাভ হবে না। বিজেপি ক্ষতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলা করে কোনও লাভ হবে না। মমতা তাদের গোহারা হারিয়ে দেবেন।"
এদিকে, একুশের নির্বাচনে ফের ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূলই। একটি জনমত সমীক্ষায় তেমনই দাবি করা হয়েছে। তবে উল্লেখযোগ্য ভাবে রাজ্যের প্রধান বিরোধী দলের নাম হিসেবে উঠে আসছে বিজেপির নামই। ভোট শতাংশের নিরিখে বেশ কিছুটা এগিয়ে থাকছে তৃণমূল।
সেখানে বলা হয়েছে, তৃণমূল ১৫৪ থেকে ১৬২টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে। বিরোধী দল হিসেবে উঠে আসতে চলেছে বিজেপি। তারা পেতে পারে ৯৮ থেকে ১০৬টি আসন। অন্যদিকে বাম-কংগ্রেস জোট ২৬ থেকে ৩৪ আসন নিয়ে শেষ করবে। অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসন।