scorecardresearch
 

West Bengal Election 2021 : প্রার্থী ঘিরে বিভিন্ন জেলায় তৃণমূলের অন্দরে অসন্তোষ, বসিরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Aajtak Bangla | কলকাতা | 06 Mar 2021, 3:21 PM IST

বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। কিছুদিন আগেই রাজ্যসভায় দাড়িয়ে ইস্তফা দিয়েছিলেন তিনি। ইস্তফা দেন দল থেকেও। একইসঙ্গে তৃণমূলের কর্মপদ্ধতি নিয়েও নিজের অসন্তোষ ব্যক্ত করেন তিনি।

প্রতীকী ছবি প্রতীকী ছবি

হাইলাইটস্

  • ক্রমশই জমে উঠছে রাজ্যের নির্বাচন
  • চলছে প্রার্থী তালিকা প্রকাশ
  • ভোটে এবার অনেক নতুন মুখ
  • নির্বাচনের সমস্ত খবর ১ ক্লিকে
3:21 PM (3 বছর আগে)

বসিরহাটে বিক্ষোভ

Posted by :- pritam

বসিরহাট উত্তর বিধানসভায় রফিকুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। প্রতিবাদে এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এটিএম আবদুল্লার রনির অনুগামীদের। 

12:41 PM (3 বছর আগে)

বিজেপিতে দীনেশ ত্রিবেদী

Posted by :- pritam

তৃণমূল ছেড়েছিলেন গত মাসেই। শেষ পর্যন্ত এবার বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। দ্বলে স্বাগত জানালেন জেপি নাড্ডা। 

12:30 PM (3 বছর আগে)

বিজেপিতে যাচ্ছেন দীনেশ?

Posted by :- pritam

বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। কিছুদিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে ইস্তফা দিয়েছিলেন তিনি। 

11:26 AM (3 বছর আগে)

'রাজ চক্রবর্তী কে?'

Posted by :- pritam

'রাজ চক্রবর্তী কে? আমি চিনি না, আমি কখনও সিনেমা দেখি না', টিকিট না পেয়ে মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল নেতা উত্তম দাসের। 

Advertisement
10:25 AM (3 বছর আগে)

"গো ব্যাক সায়ন্তিকা"

Posted by :- pritam

"গো ব্যাক সায়ন্তিকা, বহিরাগতকে মানছি না মানবো না," এই দাবিতে সরব হল বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। শুক্রবার রাতে বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপার বাড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন তাঁরা। 

9:40 AM (3 বছর আগে)

প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ

Posted by :- pritam

যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে, সেখানে কোভিড সার্টিফিকেট থেকে প্রধানমমন্ত্রীর ছবি সরানোর জন্য স্বাস্থ্যমন্ত্রককে নির্দেশ নির্বাচন কমিশনের। 

7:47 AM (3 বছর আগে)

গোসাবায়য় বিস্ফোরণ, আহত ৬ বিজেপি কর্মী

Posted by :- pritam

গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন ছয় বিজেপি কর্মীআহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাদামতলা এলাকায়। আহতদের পরিবারের অভিযোগ বিজেপি কর্মী হওয়ায় এই উপর হামলা চালিয়েছে তৃণমূল। 

7:26 AM (3 বছর আগে)

তৃণমূলের প্রার্থী তালিকাকে কটাক্ষ

Posted by :- pritam

'নিজের কর্মীদের ওপর বিশ্বাস নেই, তাই সিনেমা জগতের লোকজনকে এনে জেতার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলের প্রার্থী তালিকাকে কটাক্ষ দিলীপ ঘোষের।

7:24 AM (3 বছর আগে)

ক্ষুব্ধ মাস্টারমশাই

Posted by :- pritam

টিকিট পেয়েছেন বেচারাম মান্না। টিকিট পেয়েছেন বেচারামের স্ত্রী করবী মান্নাও। কিন্তু টিকিট পাননি সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যার জেরে তৃণমূলের প্রচারে আর যাবেন না বলেই জানিয়ে দিলেন তিনি। 

 

Advertisement