ফুলবাগানের কাঁদাপাড়ায় বিজেপির (BJP) ট্যাবলোয় ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত পাঁচজনই এলাকায় সক্রিয় তৃণমূল (TMC) কর্মী হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯, ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
শনিবারই বিজেপি অভিযোগ করে, কাঁদাপাড়ায় একটি গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন যাত্রার রথ এবং সোনার বাংলার ট্যাবলোয় ভাঙচুর চালায় একটি দুষ্কৃতী দল। অভিযোগ, রাতের অন্ধকারে প্রায় পনেরো থেকে কুড়ি জনের একটি দুষ্কৃতী দল ওই গোডাউনে ঢুকে গাড়ির চালকদের বাইরে বের করে দেয়। এরপর ভাঙচুর চালান হয় গাড়িতে। ভেঙে দেওয়া হয় এলসিডি টিভি স্ক্রীনও। এমনকি বাধা দিতে এলে ওই গোডাউনের নিরাপত্তারক্ষীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় পনেরো থেকে কুড়ি জনের বিরুদ্ধে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এদিকে শনিবার রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা পদে রদবদল পরেই জগ মোহনের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তারপরই এই ঘটনায় পাঁচজনকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ফুলবাগান থানা। প্রসঙ্গত কাদাপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় রাজ্য রাজনীতিতে।