scorecardresearch
 

মদন-সঙ্গে দোল! 'ভাষা হারাচ্ছি,' প্রকাশ্যে ক্ষোভ BJP-র রূপাঞ্জনার

দোলের দিন মদন মিত্রের সঙ্গে বিজেপির ৩ প্রার্থীর একই ফ্রেমে ছবি। আর তা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।  আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন টলি অভিনেত্রী পায়েল সরকার,তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তীকে। বেহালা পূর্ব, বেহালা পশ্চিম ও শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাদের।

Advertisement
রূপাঞ্জনা মিত্র। ফাইল ছবি রূপাঞ্জনা মিত্র। ফাইল ছবি
হাইলাইটস
  • মদন-সঙ্গে দোল
  • 'ভাষা হারাচ্ছি,'
  • প্রকাশ্যে ক্ষোভ BJP-র রূপাঞ্জনার

দোলের দিন মদন মিত্রের সঙ্গে বিজেপির ৩ প্রার্থীর একই ফ্রেমে ছবি। আর তা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।  আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন টলি অভিনেত্রী পায়েল সরকার,তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তীকে। বেহালা পূর্ব, বেহালা পশ্চিম ও শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাদের। কিন্তু দোলের দিন তাদের সঙ্গে দেখা যায় মদন মিত্র তা ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। সেখানে ছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও। এবার এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনিও বহুদিন ধরে বিজেপিতে রয়েছেন। ফেসবুক পোস্টে রূপাঞ্জনা লেখেন, সত্যি ভাষা হারিয়ে ফেলেছি এটা দেখার পরে। 

বিস্ফোরক পোস্ট

সেই সঙ্গে একটি পোস্টও শেয়ার করেন তিনি, একদিকে বিজেপির কর্মীরা খুন হচ্ছেন তৃনমূলের হাতে। আর এদিকে‌ তিনজন বিজেপি ‌প্রার্থী শ্রাবন্তী,পায়েল, তনুশ্রী ‌মাঝ গঙ্গায় মদন মিত্র ও দেবাংশুর সাথে‌ হোলি খেলতে খেলতে 'খেলা হবে‌ও"" মদনের‌ মিত্রর গানে কোমর দোলাচ্ছে। বাস্তব রাজনীতির মাটির সাথে সম্পর্ক না থাকা এই ছ‍্যাবলামী মার্কা প্রার্থীদের এই ধরণের ছেলেমানুষি করে বিজেপি কর্মীদের মনোবল ভাঙার অধিকার কে দিয়েছে। উচ্চতর নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি । এতে কি ওইসব এলাকার মানুষ আর কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে না যেখানে এরা প্রার্থী হয়েছে ?যেখানে ভোটের সময় চলছে , চারিদিকে কর্মীরা মার খাচ্ছে বুক দিয়ে ,রক্ত দিয়ে ,লড়াই করছে পরিবর্তনের জন্য। তৃণমূলের সাথে হোলি খেলার আগে একবারও কি সেইসব বিজেপি কর্মীদের বলিদানের কথা ভাবলো না এরা ,ভাবলো না একবারও আজ তাদের পরিবার এই ফটো গুলো দেখলে কি ভাববে ,তাদের মনের কষ্টের কথা ভাবলো না। হোলি খেলার যদি এতোই ইচ্ছা ছিল,তাহলে নিজ নিজ এলাকায় বিজেপি কর্মীদের কে নিয়ে উৎসব করলে, কর্মীদের মনোবল বাড়তো, আসলে কর্মী মানে কি জিনিস বুঝবে কি করে এরা লটারির মতন প্রার্থী পদ গুলো পেয়েছে হটাৎ করে।

Advertisement

নিশানা ৩ অভিনেত্রীকে

আরও পড়ুন, BJP-র নায়িকা প্রার্থীদের সঙ্গে রং খেলায় মদন! সেলিমের ট্যুইট, 'হোয়াট আ সেটিং!'

পোস্টে লেখা, ডক্টর শ্যামা প্রাসাদ মুখোপাধ্যায়ের বাংলার জন্য বলিদানের কথা এরা কেউই হয়তো জানে ন। বিজেপি এর ইডিওলোজি হুট রং খেলা দোষের নয় কিন্তু স্থান কাল পাত্র দেখতে হয় কারণ ওরা জন প্রতিনিধি হোয়ার লড়াই তে পৃথিবীর সব চাইতে বড় রাজনৈতিক দল বিজেপি কে মানুষের কাছে প্রতিনিধিত্ব করছে। ۔ওদের অনেক বড় দায়িত্ব এটা রাজনীতির ময়দান। এক ইঞ্চি জমি কেউ কেউ কে ছাড়বে না ছারে না আর এরা কি করলো। এটা এদের  উচিত ছিল বিজেপি কর্মী রিমঝিম মিত্র ,কাঞ্চনা মিত্র ,রুপা ভট্টাচার্য, রূপাঞ্জনা তাহলে রাস্তায় নেমে মারখেয়ে জেল খেটে কি দোষ করেছিল। দলের জন্য এরাও নিজের নিজের জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রি তে প্রতিষ্ঠিত। সুমন ব্যানার্জী কৌশিক কোথায় গেলো ? ভোটার ময়দানে কর্মীদের বাড়ি ঘর দর পুড়িয়ে দিচ্ছে রক্তের খেলা খেলছে তৃণমুল। সব আমাদের প্রার্থী সেই খুনি দলের প্রার্থীর সাথে রং খেলছে। খুবই খারাপ বার্তা গেলো উচ্চ নেতৃত্ব দের দৃষ্টি আকর্ষণ করছি।

Advertisement