সিপিএম ত্যাগ করে বিজেপি যোগ দিয়ে রাতারাতি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের টিকিট পান শঙ্কর ঘোষ। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি বিজেপির বহু পুরনো নেতাকর্মীদের একাংশ। তবে এবার বিজেপির দলের ভিতরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় শংকর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল। তবে পোস্টারে কারো নাম লেখা নেই।
শঙ্করের বিরুদ্ধে ক্ষোভ
দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে সম্প্রতি দিন কয়েক আগেই বাম যুবনেতা থেকে পদত্যাগ করেছিলেন শংকর ঘোষ। এর পরের দিন কয়েকের মধ্যেই কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দেয় প্রাক্তন বামনেতা শংকর ঘোষ। এরপরই জল্পনা উঠছিল শিলিগুড়ি বিধানসভা কিংবা গ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে শংকর ঘোষ কে প্রার্থী করতে পারে বিজেপি। সেই জল্পনায় কার্যত সীলমোহর দেয় সম্প্রতি বিজেপির প্রার্থী ঘোষণা দিন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে সদ্য বিজেপিতে যোগদান কারী শংকর ঘোষকে। এরপরই দলের একটা অংশের কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। কারণ দীর্ঘদিনের যারা বিজেপির কর্মী তারা টিকিট না পেয়ে কি করে একজন রাতারাতি যোগদান করে প্রার্থীর টিকিট পায়। তবে এবার শঙ্কর ঘোষের বিরুদ্ধে শুক্রবার রাতে শিলিগুড়িতে পোস্টার ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা।
আরও পড়ুন, 'ভোটের সময়ে কোনও গুণ্ডা আসবে না, গ্যারান্টি আমার,' হুঙ্কার শাহের
ক্ষোভ প্রকাশ বিজেপি নেতার
অন্যদিকে শংকরের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গের বিজেপির আইনজীবী সেলের ইনচার্জ নৃপেন দাস শঙ্কর ঘোষকে প্রার্থী করায় ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি জেলার বর্তমান সভাপতি প্রবীণ আগরওয়ালকেও দুর্নীতিপরায়ণ বলে বিস্ফোরক মন্তব্য করেন । এদিন তিনি আরো বলেন "শঙ্কর ঘোষের মতো চরিত্রহীন, নীতিহীন, দুর্নীতিবাজকে প্রার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না । আমরা প্রতিবাদ জানাব । সাধারণ মানুষের কাছে আবেদন জানাব যাতে মানুষ শঙ্কর ঘোষকে একটিও ভোট না দেন ।" শুধু তাই নয় শ্যামাপ্রসাদ জাগরণ মঞ্চ নামে একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে শঙ্কর ঘোষের বিরুদ্ধে প্রচার চালানো হবে । আর শঙ্কর ঘোষের মতো নেতা দলে যোগ দিয়ে টিকিট পাওয়ার পিছনে জেলা সভাপতির মদত রয়েছে ।"তবে এদিন শঙ্কর ঘোষের বিরুদ্ধে শিলিগুড়িতে পোস্টারে পড়ার পর থেকে বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রকাশ দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল।