এবার জল্পনার কেন্দ্রে প্রয়াত কংগ্রেস নেতা সোমন মিত্রের স্ত্রী শিখা মিত্র এবং তাঁর ছেলে রোহন মিত্র। রবিবার রাতে আচমকা তাঁর বাড়িতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপরেই জল্পনা শুরু হয়েছে। এবার কি বিজেপির পথে পা বাড়িয়ে রয়েছেন সোমেন মিত্রর স্ত্রী ও পুত্র? এমনিতে বর্তমানে কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে বেশ কোণঠাসা শিখা ও রোহন মিত্র। তবে এমন কিছু এখনও জানায়নি কোনও পক্ষ। ইতিমধ্যে সোনিয়া গান্ধীর কাছে সময় চেয়েছেন শিখা মিত্র।
কী জানিয়েছেন রোহন মিত্র
যদিও জল্পনার পরেই নিজের ট্যুইটে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রোহন মিত্র। তিনি জানিয়েছন, আজ হেস্টিংসের পার্টি অফিসে তারা যাচ্ছেন না। শুভেন্দু অধিকারী আমাদের বাড়িতে এসেছিলেন। মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি কিছু প্রস্তাব দিয়েছেন। মা সোনিয়া গান্ধীর কাছে সময় চেয়েছেন। কারণ বর্তমান কংগ্রেসের রাজ্য নেতারা আমাদের সম্মানই দেন না।
Forever, he can come and say what he wants to her, she has and will continue to welcome him, we are not going to hasting, we are home, we seek time from Sonia ji coz the state leadership has not given us any respect, if we had to leave the party, would have left the day Suvendu
— Rohan S Mitra (@rohansmitra) March 8, 2021
জল্পনা শুরু
এমনিতে সোমেন মিত্র পরিবারের সঙ্গে শিশির অধিকারীর পরিবারের ভালো সম্পর্ক রয়েছে। এর আগেও শুভেন্দু অধিকারী শিখা মিত্রর সঙ্গে দেখা করেছেন। তবে এদিন রোহন মিত্র অবস্থান স্পষ্ট করে জানালেন তারা আজকেই হেস্টিংয়ের বিজেপির পার্টি অফিসে যাচ্ছেন না। এমনিতে একসময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন শিখা মিত্র। পরে আবার কংগ্রেসে ফিরে আসেন। কিন্তু দলেই বেশ কোণঠাসা রয়েছেন সোমেন মিত্র স্ত্রী ও পুত্র।
আরও পড়ুন, আলাদা করে নারী দিবস পালনের কোনও দরকার নেই! কেন এমন বললেন দিলীপ
জানা যাচ্ছে, বর্তমান কংগ্রেসের ক্ষমতাসীন কয়েকজন নেতার দাপটে কার্যত পাত্তাই পাচ্ছেন না শিখা ও রোহেন। ফলে অনেকদিনের ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। এহেন অবস্থায় শুভেন্দুর সঙ্গে তাদের সাক্ষাৎ স্বাভাবিক ভাবে জল্পনা বাড়িয়েছে। তবে রোহন মিত্র জানিয়ে দিয়েছেন, তারা এদিন বিজেপিতে যোগ দিচ্ছেন না। আপাতত সোনিয়া গান্ধীর সঙ্গে সময় চেয়েছেন। তার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। তবে এদিনই বিজেপির অফিসে বড়সড় যোগদান পর্ব রয়েছে। টিকিট না পেয়েছে বেশ কিছু বিদায়ী তৃণমূল বিধায়ক এদিন বিজেপিতে যোগ দেবেন বলে খবর।