'আমি জলঢোরাও নয়, বেলেবড়াও নয়, আমি জাত ঘোখরো। এক ছোবলেই ছবি।' ব্রিগেডের সভা থেকে বিজেপিতে নাম লিখিয়ে এই ভাষাতেই হুঙ্কার দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এবার তাঁর পাল্টা দিলেন মদন মিত্র। রবিবার একটি ফেসবুক লাইভ করেন তিনি। সেখানে বলেন, মারব এখানে, পড়বেন ঝাড়খণ্ডে। আমি মদন মিত্র, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি।
মিঠুনকে চ্যালেঞ্জ মদনের
ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী বলেন,আমি গর্বিত আমি বাঙালি। তিনি জীবনের প্রথমে বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। সবসময় গরিব মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন। তিনি যে একসময় বামপন্থী ছিলেন তা কারও কাছে অজানা নয়। তবে সবচেয়ে বড় চমকটা তখনও অপেক্ষা করছিল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মিঠুন বলেন, 'আমি কাউকে অপরাধী বলব না, কারও দিকে আঙুলও তুলব না, তবে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল।' তবে একুশের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই সম্পর্কে অবশ্য কিছুই পরিষ্কার করেননি মিঠুন। তবে প্রচারের ময়দানে তাঁকে পাওয়া যাবে বলেই দাবি করছেন বাংলায় বিজেপির প্রধান কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বলিউডের অন্যতম সুপারস্টার বাংলার পাশাপাশি হিন্দিভাষীদের কাছেও সমান গ্রহনযোগ্য। ভোট ময়দানে মিঠুনকে সেই কাজেই এবার ব্যবহার করতে চাইছে এবার গেরুয়া শিবির।
আরও পড়ুন, 'কারও দিকে আঙুল তুলছি না, কিন্তু ভুল সিদ্ধান্ত ছিল,' BJP-তে যোগ দিয়ে প্রতিক্রিয়া মিঠুনের
কামারহাটিতে মদন মিত্র
অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্রে মদন মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন হেভিওয়েট এই তৃণমূল নেতা। সম্প্রতি বিজেপিকে বিঁধে একটি গান ওহ লাভলি এনেছিলেন তিনি। পাশাপাশি খেলা হবে বলে আরেকটি গানও কয়েকদিনের মধ্যে নিয়ে আসবেন মদন মিত্র। গতকাল বিজেপিতে মিঠুন যাওয়ার পরেই তীব্র ভাষায় কটাক্ষ করেন মদন মিত্র। ফেসবুক লাইভে এসে সরাসরি তোপ দাগেন মহাগুরুর উদ্দেশ্য। সেই সঙ্গে কার্যত মিঠুনের কায়দাতেও ডায়লগ দেন তিনি। মদন মিত্রের সেই সংলাপ কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়ে যায়।