বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে সরস্বতী পুজোর জন্যে বছরভর অপেক্ষা করে থাকেন সকলে। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে এই পুজো খুবই স্পেশাল। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বা সরস্বতী পুজো (Saraswati Puja) হয়। সরস্বতী বন্দনায় মাতলেন লকেট চট্টোপাধ্যায়।