scorecardresearch
 

Kolkata Young Lady Jumps To Her Death: সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ তরুণীর, মানসিক অবসাদে 'আত্মহত্যা'

Kolkata Young Lady Jumps To Her Death: সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ তরুণীর, মানসিক অবসাদে 'আত্মহত্যা'! নাকী অন্য় কোনও কারণ রয়েছে এর পিছনে তা নিয়ে জোর তদন্তে নেমেছে পুলিশ। বিশেষ করে কিছুক্ষণ আগেই সহকর্মীদের সঙ্গে হইহই করে সিনেমা দেখে এসে বহুতল থেকে ঝাঁপ দেওয়ার বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে।

Advertisement
সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ তরুণীর, মানসিক অবসাদে 'আত্মহত্যা' সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ তরুণীর, মানসিক অবসাদে 'আত্মহত্যা'
হাইলাইটস
  • সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ তরুণীর
  • আত্মহত্যার পিছনে কারণ কী?
  • তদন্তে পুলিশ, উঠে আসছে একাধিক তত্ত্ব

Kolkata Young Lady Jumps To Her Death: সেক্টর ৫-এর বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক তরুণী। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল অফিস পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে মৃত্য়ুর কারণ নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে।

সল্টলেক সেক্টর ফাইভের সৃজন কর্পোরেট পার্কের ১৩ তলার ছাদ থেকে ঝাঁপ দেন বছর ২৫ এর ওই যুবতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর আসল বাড়ি অসমে। চাকরি সূত্রে রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। সম্প্রতি, ওই তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। সৃজন কর্পোরেট পার্ক নামে ওই ভবনের তিনতলায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। 

আরও পড়ুনঃ মাত্র ৯৯৯ টাকায় ১ ঘণ্টায় কলকাতা থেকে কোচবিহার, কীভাবে?

মানসিক অবসাদে ভুগছিলেন

অসুস্থ থাকার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। সে কারণেই প্রায় দিনই তাঁকে অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য আসতেন তরুণীর বাবা। শুক্রবারও তাঁর বাবা এসেছিলেন। তিনি অফিসের নীচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে। সিসিটিভিতেও দেখা গিয়েছে, কীভাবে অফিস থেকে বেরিয়ে সোজা ছাদের দিকে চলে যাচ্ছেন তিনি। মেয়ের এই অবস্থায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে তাঁর পরিবার। মানসিক অবসাদেই তরুণী এই কাজ করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

কেন আত্মহত্যা? তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন আত্মহত্যার পথ বেছে নিল, তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারী অফিসাররা। মৃত্যুর কিনারা করতে ঘটনাস্থল তরুণীর অফিস ও তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তরুণীর সহকর্মী থেকে পরিবারের সকলকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ২৩-এর এই তরুণী। অফিসে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যা নিয়ে কিছুটা মনমরা ছিল বলে পরিবারের দাবি। কিন্তু তিনি যে এমন চরম পথ বেছে নেবেন তা কেউই কল্পনা করতে পারেননি। তবে কী সেই কারণ, যার জন্য চরম পদক্ষেপ নিয়ে নিলেন তরুণী তাই ভাবাচ্ছে পরিবার, সহকর্মী ও পুলিশকেও।

Advertisement

কিছুক্ষণ আগেই সিনেমা দেখতে গিয়েছিলেন

পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে, শুক্রবার বিকেলেই সহকর্মীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। তখনও তাঁকে দেখে মনে হয়নি, যে আর কয়েক ঘণ্টা পরেই নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছেন, জানাচ্ছেন তরুণীর সহকর্মীরা।

 

Advertisement