নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে (Netaji 125th Birth Anniversary) এদিন বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ১২টা ১৫মিনিটে শ্যামবাজার পাঁচমাথার নেতাজির মূর্তির পাদদেশ থেকে রেড রোডে সামনে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশনায়ক দিবস হিসাবে পালন করবে রাজ্য সরকার। অনেক আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি সকল রাজ্যবাসীকে দুপুর ১২টা ১৫মিনিটে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অন্যান্য অভিবাদন ধ্বনি দিয়ে নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ করতে অনুরোধও করেছিলেন। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়েই বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য় সরকার। একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটিতে রয়েছেন একাধিক বিশিষ্টজন।
ট্যুইট মমতার
এদিন মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানান, নেতাজির স্মরণে একটি মনুমেন্ট তৈরি হবে রাজারহাটে। তার নাম দেওয়া হবে আজাদ হিন্দ ফৌজ। নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের গাঁটছাড়া থাকবে। এ বছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড উৎসর্গ করা হবে নেতাজির উদ্দেশ্যে।
Homage to Deshnayak Netaji Subhas Chandra Bose on his 125th birthday. He was a true leader & strongly believed in unity of all people.
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2021
We are celebrating this day as #DeshNayakDibas. GoWB has also set up a committee to conduct year-long celebrations till January 23, 2022. (1/3)
মোদী-মমতা একমঞ্চে ?
নেতাজির জন্মবার্ষিকীতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের সূচনা করবেন তিনি। জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধানখড়ও। এছাড়া একাধিক বাংলার শিল্পীও উপস্থিত থাকতে পারেন সেই অনুষ্ঠানে।
আরও পড়ুন, Netaji 125th Birth Anniversary : নেতাজি জন্মজয়ন্তীতে আজ শহরে মোদী, রইল বিস্তারিত সময়সূচি
পৃথক কর্মসূচি কেন্দ্র ও রাজ্যের
প্রসঙ্গত, এবছর নেতাজির জন্মবার্ষিকী ঘিরে পৃথক পৃথক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র ও রাজ্যের তরফে। রাজ্য়ের তরফে ঘোষণা করা হয়েছে দেশনায়ক দিবস হিসাবে। অন্যদিকে কেন্দ্রের তরফে এই দিনটিকে পালন করা হবে পরাক্রম দিবস হিসাবে। রাজ্যের তরফে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। কেন্দ্রের তরফেও ৮৫ জনের একটি কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে আবার রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ ভিক্টোরিয়াতে মমতা উপস্থিত থাকেন সেই দিকে নজর রয়েছে সকলের। বিধানসভা ভোটের আগে ক্রমশ দ্বৈরথ বাড়ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এমন অবস্থা মোদী ও মমতা একমঞ্চে রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।