scorecardresearch
 

State Finance Commission : অর্থ কমিশন গড়ল মমতার সরকার, রিপোর্ট ৬ মাসে

State Finance Commission: পঞ্চম রাজ্য অর্থ কমিশন গঠন করল সরকার। সেই কমিশনের চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। এ ব্য়াপারে রাজ্য অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • পঞ্চম রাজ্য অর্থ কমিশন গঠন করল সরকার
  • সেই কমিশনের চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার
  • তিনি আগের অর্থাৎ চতুর্থ অর্থ কমিশনেরও চেয়ারম্যান ছিলেন

State Finance Commission: পঞ্চম রাজ্য অর্থ কমিশন গঠন করল সরকার। সেই কমিশনের চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবীদ অভিরূপ সরকার। তিনি আগের অর্থাৎ চতুর্থ অর্থ কমিশনেরও চেয়ারম্যান ছিলেন। এ ব্য়াপারে রাজ্য অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

কমিশনের বাকি সদস্যরা
৫ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের বাকি সদস্যরা হলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস বর্ণালী বিশ্বাস, স্বপনকুমার পাল, অবসরপ্রাপ্ত ডব্লুবিসিএস আশিসকুমার চক্রবর্তী এবং রুমা মুখোপাধ্যায়। স্বপনকুমার পাল কমিশনের সদস্য সচিব।

অর্থ কমিশনের ভূমিকা কী?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের পঞ্চায়েত এবং পুরসভাগুলোর আর্থিক অবস্থা কেমন, তা খতিয়ে দেখবে এই কমিশন। এর পাশাপাশি রাজ্য সরকার বিভিন্ন খাতে আয়র অংশ কী এই স্থানীয় সংস্থাগুলি পাবে, সে ব্যাপারেও সুপারিশ করবে। পঞ্চায়েত এবং পুরসভাগুলো কীভাবে নিজেদের আয় আরও বাড়তে পারে, সে ব্যাপারেও অর্থ কমিশন সুপারিশ করবে। 

আরও পড়ুন: সিপিআইএম-কেরলের জন্য ২৫ বছরের রোডম্যাপ পিনারাইয়ের, রাজ্য হবে Happiest State

আরও পড়ুন: 50MP ক্যামেরার Realme Narzo 50-এর আজ প্রথম সেল, Amazon-এ বড় ডিসকাউন্ট

আরও পড়ুন: মাসে দ্বিগুণ টিকিট কাটুন! আইআরসিটিসি-তে ছোট্ট কাজটি সারলেই

প্রশাসন সূত্রে খবর, এর আগে রাজ্য সরকার ২০১৩ সালে অর্থ কমিশন গঠন করেছিল। সেই কমিশনের মাথায় ছিলেন অভিরূপ সরকার। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের চতুর্থ অর্থ কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে রিপোর্ট পেশ করেছিল। 

পঞ্চম অর্থ কমিশনের ব্যাপারে রাজ্য অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থ বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে আগামী ছয় মাসের মধ্যে কমিশন রিপোর্ট পেশ করবে। তবে কমিশনের কার্যকালের মেয়াদ ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে নিজেদের আয় আরও বাড়ানোর কথা বলেছিল।

Advertisement

কর্মী সংগঠনের বক্তব্য
কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজ চক্রবর্তী। এ ব্যাপারে তিনি বলেছেন, পঞ্চায়েত এবং পুরসভাগুলোকে কী ভাবে অর্থের জোগান দেবে রাজ্য সরকার, তাদের মতামত রাজ্যকে দেবে অর্থ কমিশন। স্বচ্ছতার সঙ্গে যাতে পঞ্চায়েত এবং পুরসভা কাজ করে, কমিশন এবং মুখ্যমন্ত্রী সেটা দেখবেন বলে আশা করি। এটাই কমিশন এবং রাজ্য সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা।

 

Advertisement