যে কোনও সম্পর্কের ওঠানামা থাকে। স্বামী-স্ত্রী'র সম্পর্কের উত্থান-পতন তো খুব স্বাভাবিক ঘটনা। একজন মহিলা যখন কোনও পুরুষকে ভালোবাসেন বা বিয়ে করবেন বলে স্থির করেন তখন তাঁর সৌন্দর্য, টাকা-পয়সা ইত্যাদি নিয়ে সচেতন থাকেন। সেটাই স্বাভাবিক। কিন্তু, সেগুলিই সব নয়।
সম্প্রতি এক গবেষণার ফলাফল সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, একজন মহিলা সবসময় চান তাঁর মা-বাবা ভালো থাকুক। তাঁর বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্ক বিয়ের পরও অটুট থাকুক। তাই স্বামী বা প্রেমিকের কাছে এই সব বিষয়ে সচেতনতা আশা করেন তিনি।
এই গবেষণার আরও দাবি, পুরুষসঙ্গীর সেন্স অফ হিউমার ও সেক্সুয়াল স্যাটিফেকশন আশা করেন মহিলা। তবে এই দুটির মতোই মহিলারা দেখেন, পরিবার ও বন্ধু-বান্ধবের প্রতি তাঁর পার্টনার কতখানি দায়বদ্ধ।
একজন মহিলা কোনও সময় চান না, তাঁর উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হোক। সেটা কোনও কাজ বা সিদ্ধান্তও হতে পারে। সবসময় আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন মহিলারা।
গবেষণায় প্রকাশিত, কমিটেড পুরুষকে মহিলারা বেশি পছন্দ করেন। সঙ্গী তাঁর প্রতি কতখানি দায়বদ্ধ, দায়িত্বপান- এই গুণগুলি দেখেন মহিলারা।
বিয়ের পর স্বামী-স্ত্রীর পরিবারের সঙ্গে থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। তাঁদের মতে, স্বামী-স্ত্রী মা-বাবর থেকে আলাদা থাকলে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা বেশি। কিন্তু, মা-বাবার সঙ্গে থাকলে তাঁরা অনেক ভালো থাকে। ভালো বোঝাপড়া তৈরি হয়।