scorecardresearch
 

Remove Depression Easy Tips: অবসাদে দেওয়ালে পিঠ ঠেকেছে? ৫ উপায়েই মুক্তি

Remove Depression Easy Tips: ব্যক্তিগত ও কর্মজীবনের টানাপোড়েনে এখন অনেকেই ডিপ্রেশনের শিকার। ডিপ্রেশন বা বিষণ্ণতা মানুষকে ধীরে ধীরে অক্ষমতার দিকে ঠেলে দেয়। দীর্ঘদিন কেউ বিষণ্ণতায় ভুগতে থাকলে, পরবর্তীকালে তা বড় অসুখে পরিণত হতে পারে। তাই সময় থাকতে তা সারিয়ে ফেলা দরকার।

Advertisement
ডিপ্রেশন দূর করুন সহজ ৫ উপায়ে ডিপ্রেশন দূর করুন সহজ ৫ উপায়ে
হাইলাইটস
  • সহজে ডিপ্রেশন দূর করুন
  • রোজকার অভ্যাসে সামান্য বদল আনলেই
  • এই পাঁচ উপায়ে দূর করুন

Remove Depression Easy Tips: সারা দিন কাজ, সারা দিন টেনশন, আধুনিক জীবনে নানা সমস্য়া রয়েছে। যাতে আমরা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাই। চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য না রাখতে পারি না বলেই সমস্যা। কখনও পরিবারের সমস্যা, কখনও নিজেরই চাহিদার সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে পড়ে। সুস্থ জীবন পেতে, সুস্থ শরীরের পাশাপাশি প্রয়োজন সুস্থ মনও। মানসিকভাবে ভালো না থাকলে শরীরেও ক্ষতি হতে থাকে।

আজকের যুগে "ডিপ্রেশন" নামক শব্দটার সঙ্গে ছোটো থেকে বড় সকলেই পরিচিত। ব্যক্তিগত ও কর্মজীবনের টানাপোড়েনে এখন অনেকেই ডিপ্রেশনের শিকার। ডিপ্রেশন বা বিষণ্ণতা মানুষকে ধীরে ধীরে অক্ষমতার দিকে ঠেলে দেয়। দীর্ঘদিন কেউ বিষণ্ণতায় ভুগতে থাকলে, পরবর্তীকালে তা বড় অসুখে পরিণত হতে পারে। তখন সেই মানসিক চাপ মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে তোলে। এটি সুস্থ চিন্তাধারার বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। তাই মানসিক চাপকে গোড়াতেই নির্মূল করে ফেলা উচিত। তার কিছু পদ্ধতি রয়েছে। যা সহজ। চিকিৎসকের কাছে যাওয়ার আগেই আপনি এই ধরণের সমস্য়া থেকে ঘরোয়া উপায়েই মুক্তি পেতে পারেন। 

অবসাদে দেওয়ালে পিঠ ঠেকেছে? ৫ উপায়েই মুক্তি

১. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা শরীরের বায়োলজিক্যাল ক্লক-কে সঠিকভাবে চলতে এবং ভালো ঘুম হতে সাহায্য করবে। এটি ডিপ্রেশনের রোগীদের জন্য সহায়ক হতে পারে।

২. সূর্যের আলো আমাদের শরীরে সুখী হরমোনের (happy hormones) উৎপাদন বাড়ায়। ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। যাঁরা ডিপ্রেশনে আক্রান্ত তাঁরা সূর্যের আলোয় দাঁড়ান। দারুণ কাজ করবে এই পদ্ধতি। সূর্যাস্তের পরে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে মেলাটোনিন হরমোন ক্ষরণ বাড়তে থাকে। আবার, দিনের বেলায় সূর্যের আলোয় মেলাটোনিন ক্ষরণ কমে যায়। ফলে ঘুমের ঘোর কাটে। তাই, মেলাটোনিনের মাত্রা কমাতে কিছুক্ষণের জন্য সূর্যের আলোয় দাঁড়ান। এতে মেজাজ থিতু হবে।

Advertisement

৩. প্রতিদিন সকালে কিছুক্ষণ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে সারা দিন মনকে ফোকাস রাখতে, উদ্বেগ এবং স্ট্রেস কমাতে সাহায্য করবে।

৪. শরীরচর্চা শরীরচর্চা বা ব্যায়াম বিষণ্ণতার চিকিৎসায় খুবই কার্যকর। কারণ শরীরচর্চা করলে এন্ডোরফিন হরমোন ক্ষরণ হয়, যা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

৫. স্বাস্থ্যকর প্রাতঃরাশ সকালে ব্রেকফাস্ট না করা শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত ক্ষতিকর। তাই সকালে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। প্রতিদিন সকালে সুষম খাবার খাওয়া, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরে সারা দিনের জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাতে সহায়তা করে।


 

Advertisement