বৃহস্পতিবার ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া (South Africa VS Australia)। এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইডেনের (Eden Gardens) ম্যাচের পরেই ঠিক হয়ে যাবে রবিবার ফাইনালে ভারতের (Team India) প্রতিপক্ষ কে হবে? বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ জিতে ভারত ফাইনালে পৌঁছে গিয়েছে। তাই ইডেনের ম্যাচকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
রিজার্ভ ডে থাকবে
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ১৬ নভেম্বর সকাল থেকে কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃহস্পতিবার ০৭ সেমি থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ। তবে বৃহস্পতিবার ম্যাচ না হলে, শুক্রবার রিজার্ভ ডেতে ম্যাচ হবে। তবে দু’দিনের মধ্যে দু’দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। খেলায় ফলাফল হতে গেলে এটা হতেই হবে। বৃষ্টিতে ওভার কমলে খেলা হবে ডাকওয়ার্থ লুইস নিয়মে। কিন্তু কলকাতায় শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২০ ওভারও খেলা না হলে কারা ফাইনালে?
যদি কোনও ভাবেই দু’দিনে দুই দলের ২০ ওভার করে ব্যাটিং না হয়, সে ক্ষেত্রে খেলা ভেস্তে যাবে। রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল তখন সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকা এ বারের বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলে ৭টিতে জিতে ১৪ পয়েন্টে রয়েছে। তারা দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ারও ১৪ পয়েন্ট। নেট রানরেটে দক্ষিণ আফ্রিকা (১.২৬১) পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে (০.৮৪১)। তাই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। ফলে ইডেনে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবেন টেম্বা বাভুমারা।
ম্যাচের পর থাকছে মেট্রো পরিষেবা
মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় ম্যাচের পরে দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন চালানো হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রাত ১০.৪৫ নাগাদ এসপ্ল্যানেড স্টেশন থেকে একটি ট্রেন রওনা দেবে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। অপর ট্রেনটি রওনা দেবে কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে। দুটি ট্রেনই মাঝের সমস্ত স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।