ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে আজ ১০ ডিসেম্বর। দুই দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিড মাঠে। এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, আর দক্ষিণ আফ্রিকা দলের লাগাম থাকবে এইডেন মার্করামের কাঁধে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পিচ কেমন হবে?
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন কিংসমিডের পিচের দিকেও নজরে থাকবে। এখানকার পিচ ফাস্ট বোলারদের জন্য অনুকূল বলে মনে করা হয় এবং বোলাররা প্রচুর গতি ও বাউন্স পায়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বাউন্সি ট্র্যাকের সম্ভাবনা রয়েছে। এমন ইঙ্গিত দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিংও। ভারতীয় দলের প্রথম অনুশীলন সেশনের পর দক্ষিণ আফ্রিকার পিচ নিয়ে তিনি বলেন, 'আমি যখন এখানে ব্যাট করি, তখন ভারতীয় উইকেটের চেয়ে বাউন্স বেশি ছিল। গতি বেশি, তাই ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে আরও অনুশীলন করতে হবে।'
রিঙ্কু আরও বলেন, 'আবহাওয়া ভাল থাকায় প্রথম সেশনটা অনেক উপভোগ করেছি। রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা একটা আনন্দদায়ক অনুভূতি ছিল। তিনি আমাকে আমার নিজস্ব স্টাইলে ব্যাটিং চালিয়ে যেতে এবং নিজের উপর আস্থা রাখতে বলেছিলেন। আমি ২০১৩ সাল থেকে উত্তরপ্রদেশের হয়ে পাঁচ বা ছয় নম্বরে খেলছি, তাই আমি এটিতে অভ্যস্ত। চার-পাঁচ উইকেট পতনের পর এই ক্রমানুসারে খেলা কঠিন হলেও আমার নিজের ওপর আস্থা আছে। যত ধৈর্য ধরে খেলব, তত ভাল খেলতে পারব।'
ডারবানে ভারত
ভারতীয় দল ডারবানে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটি জিতেছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। এই মাঠে ভারতের একটি টি-টোয়েন্টি ম্যাচের নিষ্পত্তি হয়নি।
৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।