scorecardresearch
 

Ashes 2023: অদ্ভুত রান আউট! বেয়ারস্টোর বোকামি দেখে রেগে লাল ইংল্যান্ড সমর্থকরা

আবারও অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন উঠে গেল। অ্যাশেজের (Ashes 2023) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে অদ্ভুতভাবে রান স্ট্যাম্প আউট হলেন জনি বেয়ারস্টো। এর আগে বিক্ষুব্ধ ওয়েল প্রোটেস্টারদের হাত থেকে লর্ডসের উইকেট বাঁচিয়ে শিরোনামে চলে এসেছিলেন এই তারকা।

Advertisement
জনি বেয়ারস্টো জনি বেয়ারস্টো
হাইলাইটস
  • অদ্ভুত রান আউট
  • ভাইরাল ভিডিও

আবারও অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন উঠে গেল। অ্যাশেজের (Ashes 2023) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে অদ্ভুতভাবে রান স্ট্যাম্প আউট হলেন জনি বেয়ারস্টো। এর আগে বিক্ষুব্ধ ওয়েল প্রোটেস্টারদের হাত থেকে লর্ডসের উইকেট বাঁচিয়ে শিরোনামে চলে এসেছিলেন এই তারকা।

আর এবার শিরোনামে এলেন বিতর্কিত আউট নিয়ে। পঞ্চম দিনের ম্যাচ শুরু হওয়ার সময়ই ক্রিজে ছিলেন বেন ডাকেট ও বেন স্টোকস। প্রথম ইনিংসে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করা ডাকেট এই ইনিংসেও সেঞ্চুরি মিস করলেন। ৮৩ রান করে ফিরে যান তিনি। এরপরেই ক্রিজে আসেন জনি বেয়ারস্টো। ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার থেকে মাথা বাঁচিয়ে নিয়ে, বল ডেড হওয়ার পরেই, ক্রিজে ব্যাট না ঠেকিয়েই সোজাসুজি বেরিয়ে যান ক্রিজে থেকে। ঠিক তখনই অজি উইকেট কিপার অ্যালেক্স ক্যারি পেছন থেকে বল ছুড়ে উইকেট ভেঙে দেন। এর জেরেই আউট হতে হয় বেয়ারস্টোকে। এই আউটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এমসিসির নিয়ম অনুসারে, 'একটা বল তখনই ডেড হিসেবে বিবেচিত হবে, যখন বোলারের এন্ডে থাকা আম্পায়ার নিশ্চিত হন যে ব্যাটিং ও ফিল্ডিং কোনও পক্ষই আর সেই বলটিকে খেলার বিবেচ্য মনে করছে না।' অর্থাৎ বেয়ারস্টোর আউটটি একেবারেই সঠিক ছিল। কারণ বল উইকেট কিপারের কাছে যাওয়ার পর অপেক্ষা না করেই ক্রিজের থেকে বেরিয়ে গিয়েছিলেন। 


ইংল্যান্ডের সমর্থকরা যদিও অজিদের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে সিরিজে সমতা ফেরাতে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন বেন স্টোকস। ছয় উইকেট হারিয়ে ফেললেও বাজবল তত্ত্বেই বিশ্বাস রাখছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। বেয়ারস্টো আউট হওয়ার পরেই আরও আক্রমণে ঝাঁজ বাড়াচ্ছেন ইংরেজ অধিনায়ক। এর আগে ২০১৯ সালের অ্যাসেজেও এমনই এক স্মরণীয় ইনিংস খেলেছিলেন অজি অরাউন্ডার। আর এবার লর্ডসে সেই ইনিংস ফের খেলতে পারেন কিনা সেটাই এখন দেখার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের হাতে এখনও চার উইকেট রয়েছে। একশোর রানেরও কম প্রয়োজন ইংল্যান্ডের চলতি অ্যাশেজে সমতা ফেরানোর জন্য ও এই ম্যাচ জয়ের জন্য। এর আগে এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
 

Advertisement

Advertisement