scorecardresearch
 

Emami East Bengal ATK Mohun Bagan: ইস্টবেঙ্গলের হার বাঁচানো সেই দেবনাথকে সই করাল মোহনবাগান

আগে সই করা ১৩ জন স্বদেশী ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল ইমামি ইস্টবেঙ্গল। পরে আরও ক্যেকজনের তালিকা প্রকাশ করে তারা। তবে কোনও তালিকাতেই নাম নেই দেবনাথের। ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত দেখে নিতে চাইছিলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ও বিনো জর্জ। কিন্তু তারপরেও সই হয়নি তাঁর। আর এর মাঝেই বুধবার বিকেলে দেবনাথ মন্ডলের সই করার কথা জানিয়ে দিল এটিকে মোহনবাগান।

Advertisement
দেবনাথ মন্ডল দেবনাথ মন্ডল
হাইলাইটস
  • ইমামি ইস্টবেঙ্গলের গোলরক্ষক এবার এটিকে মোহনবাগানে
  • ট্রায়ালে এসেছিলেন দেবনাথ

মঙ্গলবারই ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন দেবনাথ মন্ডল। আর ঠিক তার পরের দিনই তাঁকে সই করিয়ে সকলকে চমকে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avisek Banerjee) ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনবার লাল হলুদের অবধারিত গোল সেভ করেন দেবনাথ। ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি বিপক্ষের শিবিরে। 

ইস্টবেঙ্গল ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে ইমামির কর্তারা যখন বলছিলেন, 'এবারে সময় হাতে পাইনি। তবুও লড়াই করছি।' ঠিক সেই সময়ই তাঁর দলের সঙ্গে অনুশীলন করা ফুটবলারকে তুলে নিল এটিকে মোহনবাগান। ভাল খেলার পর ফুটবলারকে সই করাতে ২৪ ঘণ্টা সময় লাগিয়ে ফেললেন কর্তারা? আর সেই ফাঁকে সেই ফুটবলারকে তুলে নিয়ে গেল বিপক্ষ। ৭০ বা ৮০-র দশকে ময়দানে দল বদলের গল্প অনেক শোনা যায়, তবে এই ধরনের ঘটনা এই সময় বিরল। ইমামি ইস্টবেঙ্গল সূত্রের খবর, ট্রায়ালে এসেছিলেন দেবনাথ। হয়ত একটা ম্যাচ নয়, আরও কিছুটা সময় তাঁকে দেখে নিয়ে সই করানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতেন কোচ।

আরও পড়ুন:  ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে হার বাঁচাল ইমামি ইস্টবেঙ্গল

 

আগে সই করা ১৩ জন স্বদেশী ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল ইমামি ইস্টবেঙ্গল। পরে আরও ক্যেকজনের তালিকা প্রকাশ করে তারা। তবে কোনও তালিকাতেই নাম নেই দেবনাথের। ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত দেখে নিতে চাইছিলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ও বিনো জর্জ। কিন্তু তারপরেও সই হয়নি তাঁর। আর এর মাঝেই বুধবার বিকেলে দেবনাথ মন্ডলের সই করার কথা জানিয়ে দিল এটিকে মোহনবাগান।

Advertisement

আরও পড়ুন: 'এটাই সুযোগ...' ভারতীয় ফুটবলকে FIFA-র ব্যান নিয়ে মুখ খুললেন বাইচুং

মোহনবাগান সেল অ্যাকাডেমি থেকে উঠে আসা এই গোলরক্ষক এর আগে খেলেছেন চার্চিল ব্রাদার্সে। এটিকে রিজার্ভ দলেও ছিলেন তিনি। ডালহৌসি, মহামেডান এসি-র হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।    

Advertisement