scorecardresearch
 

FIFA World Cup 2022: মাঠের বাইরেও মেসি ম্যাজিক! হলুদ কার্ড দেখানো রেফারিকে বাড়ি পাঠাল FIFA

বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে (Argentina vs Netherlands) হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সেলিব্রেশনে মেতে ওঠেন লিওনেল মেসি-মার্টিনেজ-ওটামেন্ডিরা । ম্যাচের রেফারিং, মেসিদের (Lionel Messi) উদ্‌যাপন ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফিফা (FIFA)। তবে শেষ পর্যন্ত কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। তবে শাস্তি পাচ্ছেন ম্যাচের রেফারি ম্যাথু লাহোজ (Mateu Lahoz)।

Advertisement
মেসি ও ম্যাথু লাহোজ মেসি ও ম্যাথু লাহোজ

বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে (Argentina vs Netherlands) হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সেলিব্রেশনে মেতে ওঠেন লিওনেল মেসি-মার্টিনেজ-ওটামেন্ডিরা । ম্যাচের রেফারিং, মেসিদের (Lionel Messi) উদ্‌যাপন ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফিফা (FIFA)। তবে শেষ পর্যন্ত কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। তবে শাস্তি পাচ্ছেন ম্যাচের রেফারি ম্যাথু লাহোজ (Mateu Lahoz)।

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ফিফার রিভিউ কমিটি। এর পরেই ম্যাচের রেফারি ম্যাথু লাহোজকে বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে স্রিয়ে দিল ফিফা। রিভিউ কমিটি খতিয়ে দেখে জানিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আর্জেন্টিনার বিরুদ্ধে অকারণে বাঁশি বাজিয়েছেন। প্রমাণিত হল, মেসির অভিযোগই সঠিক।

আরও পড়ুন: সূর্যাস্তে মেসি-রোনাল্ডো, বিশ্বকাপের আকাশে নতুন সূর্য সপ্ত-ফুটবলার 

গোটা ম্যাচে আঠেরোটা হলুদ কার্ড দেখতে হয়েছে ফুটবলারদের। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। মেসি ভক্তরা ছেড়ে কথা বলেননি। ম্যাচ জিতে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মেসিও। আর সেই জন্যই আশঙ্কা করা হয়েছিল বড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে। তবে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে সিদ্ধান্ত বদল করা হয়। শাস্তি পাচ্ছে না আর্জেন্টিনা। বরং ছুটিতে পাঠিয়ে দেওয়া হল সেই ম্যাচের রেফারিকে। মঙ্গলবার প্রথম সেমি ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে। ফিফা বিবৃতি দিয়ে এ কথা জনিয়ে দিয়েছে ফিফা। 

আরও পড়ুন: 'তুমিই সেরা...' রোনাল্ডোকে নিয়ে কোহলির পোস্ট VIRAL

গ্রুপ পর্বে আর্জেন্টিনার মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচেও রেফারি হিসেবে ছিলেন তিনি। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার অনেক ফুটবলার ইতালিয়ান লিগে খেলার কারণে তাকে বেশ ভালোভাবেই জানা আছে ফুটবলারদের। এছাড়া তার ক্যারিয়ারে তিনি ৩ বার ক্রোয়েশিয়ার ম্যাচে রেফারি ছিলেন।

Advertisement

যেখানে মদ্রিচরা দুবার জয় লাভ করেছে এবং আরেকটি ম্যচে ইউরো ২০২০ এ ইংল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। মেসির ভক্তরা স্প্যানিশ রেফারিকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।      

Advertisement