scorecardresearch
 
Advertisement
টেক

Airtel vs Jio: ১২৯ টাকার রিচার্জ প্যাকে কে এগিয়ে? জানুন বিশদে

 জিও ও এয়ারটেল
  • 1/6

একের পর এক বড় অফার আনছে রিলায়েন্স জিও ও এয়ারটেল। গ্রাহকদের কাছে টানতে অনেক পরিকল্পনাও করছে তারা। সামনে আনছে অনেক সস্তার প্ল্যান। ১২৯টাকায় কোন সংস্থার রিচার্জ প্যাকে সুবিধা বেশি দেখে নিন বিশদে। 

আনলিমিটেড ভয়েস কল
  • 2/6

এয়ারটেলের ১২৯ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ১ জিবি ফ্রি ডেটা এবং ৩০০ এসএমএস থাকে। এই প্ল্যানটি ২৪ দিনের মেয়াদ থাকে।

 জিও-র ১২৯ টাকার
  • 3/6

c প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, ২ জিবি ফ্রি ডেটা এবং ৩০০ এসএমএস থাকে। এই প্ল্যানটি ২৪ দিনের মেয়াদ থাকে।

Advertisement
জিওর ২জিবি
  • 4/6


জিওর ২জিবি ডেটা ফুরিয়ে যাওয়ার পরে ৬৪ Kbps স্পিডে ডেটা মেলে। অন্যদিকে এয়ারটেলে ডেটা শেষ হলে গ্রাহকদের ৫০পয়সা করে চার্জ কাটে।

প্রিপেইড প্ল্যানে
  • 5/6

এয়ারটেলের ১২৯ টাকার প্রিপেইড প্ল্যানে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিসন, হ্যালোটুনস, উইঙ্ক মিউজিক এবং এয়ারটেল এক্সট্রিম বেনিফিটগুলিও পাওয়া যায়

জিও ১২৯টাকার রিচার্জে
  • 6/6

অন্যদিকে, জিও ১২৯টাকার রিচার্জে JioTV এবং Jio Cinema এর মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন মেলে।
 

Advertisement