scorecardresearch
 
Advertisement
টেক

উল্টোদিকেও চলবে ওলা ইলেক্ট্রিক স্কুটার! জেনে নিন নতুন ফিচার

আর দিন
  • 1/6

আর দিন কয়েক পর দেশে লঞ্চ হবে ওলা ইলেক্ট্রিক স্কুটার। তারা আগে ৪৯৯ টাকায় চলছে প্রি-বুকিং। ইতিমধ্যে বহু মানুষ এর রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। অনেক নতুন ফিচারের মধ্যে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। ওলা স্কুটার নাকি উল্টো দিকেও চলতে সক্ষম! খবরটা কি সত্যি?
 

নিত্যনতুন
  • 2/6

নিত্যনতুন ফিচার প্রকাশ্যে আনছে সংস্থা। ওলা জানিয়েছে এই স্কুটারে রিভার্স গিয়ার ব্যবহার করা হয়েছে।
 

জানা যাচ্ছে
  • 3/6

জানা যাচ্ছে, ওলা স্কুটারের ডেলিভারি সোজাসুজি বাড়িতে করা হবে, যাকে বলে 'ডাইরেক্ট টু কনজিউমার'। ঠিক যেমন বাড়িতে অনলাইন কোনও জিনিস অর্ডার করলে চলে আসে, ওলা স্কুটারের ক্ষেত্রেও তাই হবে।
 

Advertisement
olaelectric.com
  • 4/6

olaelectric.com- এই ওয়েবসাইট থেকে ওলা স্কুটারের বুকিং করা যাচ্ছে। মাত্র ৪৯৯ টাকা দিয়ে হচ্ছে বুকিং। বুকিংয়ের টাকা ফেরতযোগ্য।
 

পিছনে
  • 5/6

পিছনে হেলমেট রাখার জায়গায় অনায়াসে ঢুকে যাবে ২টি হাফ হেলমেট। 
 

আগামী
  • 6/6

আগামী ১৫ অগাস্ট ভারতে লঞ্চ করছে এই ইলেকট্রিক স্কুটার। সাধারণ মানুষের নজর করতে 'জয়েন দ্য রেভোলিউশন'-এর প্রচার চালাচ্ছে সংস্থা। 

Advertisement