বিমানে ভ্রমণ করতে গিয়ে মাস্কের (Mask) বদলে মহিলাদের আন্ডারওয়্যার (Ladies Underwear) পরল যুবক (Man)। তারপর? এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার হতে অনেকেই দেখেছেন, হেসেওছেন নেটিজেনরা। কিন্তু সত্যিই কি তা হয়? সত্যিই যে তা হয়, করে দেখালেন এই ব্যক্তি। তরপর যা হল...! ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক নেটিজেন।
আমেরিকার (US) ওই ব্যক্তি মুখে মহিলাদের একটি লাল রঙের আন্ডারওয়্যার পরে বিমানে ভ্রমণ করছিল। ব্যক্তিকে এই কান্ড করতে দেখে বিমান কর্তৃপক্ষ তাকে মুখ থেকে লাল আন্ডারওয়্যারটি খুলে ফেলতে বলেন। কিন্তু তা করতে রাজি হয়নি ওই ব্যক্তি। বারবার নিষেধ করা সত্ত্বেও কথা না শোনায় যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় বিমানের কর্মীরা। বের করে দেওয়া হয় বিমান থেকে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে সেই বিমানে ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে। আরও পড়ুন, এক চেহারা মা ও মেয়ের, একই Boyfriend-কে ডেট করেন তাঁরা!
'এনওয়াই পোস্ট' অনুসারে, ফ্লোরিডার অ্যাডাম জেন ওয়াশিংটন যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে উঠেছিল। কিন্তু কোভিড নিয়ম অনুযায়ী মাস্ক পরেনি। পরিবর্তে, তার মুখে লাল রঙের মহিলাদের আন্ডারওয়্যার পরে।
যখন ফ্লাইট কর্মীরা তাকে মাস্ক খুলে ফেলতে বলেন, তখন তর্ক জুড়ে দেয় অ্যাডাম, মাস্ক পরতেও অস্বীকার করে। বিমানের স্টাফ সদস্যরা করোনাবিধি মানতে বললে, ঠাট্টা করে উড়িয়ে দেয় সে।
যাইহোক, অ্যাডাম জেন পরে স্বীকার করেন যে সে একাজ করেছে। অর্থাৎ মাস্কের বদলে লেডিস আন্ডারগার্মেন্ট পরেছে।
এদিকে, ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বিমানটি ওড়ার আগে অ্যাডাম জেনকে তারা নামিয়ে দিয়েছে, এই ঘটনা আমরা প্রশংসা করি। যাত্রীদের করোনা সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে, মাস্ক পরতে হবে।