scorecardresearch
 

তৃণমূলের সন্ত্রাসের পাল্টা দিতে হুঁশিয়ারি দিলেন বিজেপির মালতী রাভা

তৃণমূলের সন্ত্রাস বন্ধ না হলে তাঁরাও তাদের কর্মীদের পালটা রাস্তায় নামাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক মালতী রাভা।

Advertisement
মালতী রাভা মালতী রাভা
হাইলাইটস
  • জেলায় হারেই মাথা খারাপ তৃণমূলের
  • পাল্টা রাস্তায় নামার হুমকি মালতীদেবীর
  • প্রশাসনকে হস্তক্ষেপের দাবি

এবার দলীয় সমর্থকদের প্রতিরক্ষায় সুর চড়ালেন বিজেপি বিধায়ক মালতী রাভা। কোচবিহার জেলার বিধানসভা আসনে জিতে তিনি এখন নতুন বিধায়ক। তবে তিনি যে পাল্টা দিতে জানেন তা বুঝিয়ে দিলেন প্রথম দিনই। তাঁদের দলের কর্মীদের মারধর করলে তাঁদেরও পাল্টা প্রতিরক্ষায় রাস্তায় নামতে হবে বলে হুমকি দিলেন।

মালতীদেবীর অভিযোগ

দলীয় কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধোর করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা। আজ কোচবিহার শহরে দলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মালতি দেবী কার্যত হুশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের সন্ত্রাস বন্ধ না হলে তারাও তাদের কর্মীদের পালটা রাস্তায় নামাতে বাধ্য হবেন।

রাজ্য়ে বিপুল জয়, জেলায় ভরাডুবি 

রাজ্যে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কোচবিহার জেলার ৯ আসনের মধ্যে ৭ টিতে পরাজিত হয় তৃণমূল। রাজ্যে ক্ষমতায় এলেও স্থানীয় স্তরে ভরাডুবিতে তৃণমূল কর্মী সমর্থকরা বুঝে উঠতে পারেন না, জয়ের আনন্ত করবেন, না পরায়জয় পালন করবেন। জেলায় একের পর এক পরাজয়ের খবর আসতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল বলে অভিযোগ।

ক্ষোভের বহিঃপ্রকাশ বিজেপির উপর

কিন্তু রবিবার বিকেলের পর থেকে ভোটের ফলাফল স্পষ্ট হতেই ময়দানে নেমে পড়ে তৃণমূল। হারের ক্ষোভে তাঁরা বিজেপি কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে  লুঠপাটও শুরু করে বলে অভিযোগ। অভিযোগ, বিজেপির বহু দলীয় কার্যালয় ভাঙচুর করে দখল নেওয়া হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িও ভাঙচুর, লুঠপাট করা হয়েছে। তাদের বহু কর্মী নিগৃহীত হয়েছেন। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

শীতলকুচিতে ফের সন্ত্রাসের অভিযোগ

জেলার সব জায়গা থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ওই সন্ত্রাসের অভিযোগ উঠলেও সব থেকে খারাব পরিস্থিতি শীতলখুচি এলাকায় ৷ বিজেপি নেত্রী মালতী রাভার অভিযোগ, পুলিশ প্রশাসনের কর্তারা ফোন ধরছেন না। তাই বিকেল ২ টা নাগাদ দলের সদ্য জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করে কর্মীদের পাশে দাঁড়াবেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

 

Advertisement