scorecardresearch
 

অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ পরমব্রতর! তৃণমূলের পথে অভিনেতা?

অনুব্রতর মণ্ডলের সঙ্গে দেখা করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু দেখাই নয় শুক্রবার দুপুরে বেশ কিছুক্ষণ বৈঠকও চলে। কী নিয়ে এই বৈঠক তা জানা যায়নি। তবে ঘটনার পরেই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে। যদিও, সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোন ভাবনা নেই বলে জানান অভিনেতা। 

Advertisement
অনুব্রত ও পরমব্রত অনুব্রত ও পরমব্রত
হাইলাইটস
  • অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ পরমব্রতর
  • বৈঠক ঘিরে জল্পনা
  • কী জানালেন পরমব্রত

অনুব্রতর মণ্ডলের সঙ্গে দেখা করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু দেখাই নয় শুক্রবার দুপুরে বেশ কিছুক্ষণ বৈঠকও চলে। কী নিয়ে এই বৈঠক তা জানা যায়নি। তবে ঘটনার পরেই তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে। যদিও, সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোন ভাবনা নেই বলে জানান অভিনেতা। 

বৈঠক ঘিরে জল্পনা

শুক্রবার  দুপুরে বোলপুরের সার্কিট হাউসে তৃণমূল জেলা সভাপতি তথা এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায়, মহম্মদবাজার থানার ওসি মহম্মদ আলির সঙ্গে বৈঠক করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷ প্রায় দেড় ঘন্টা রুদ্ধদ্বার করেন তাঁরা৷ পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে কি বিষয়ে এই বৈঠক, তা নিয়ে মুখ খুলতে চাননি অনুব্রত মণ্ডল সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। 

কী বললেন পরমব্রত

বৈঠক শেষে প্রশ্ন করা হলে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, "সৌজন্য সাক্ষাৎ। এদিকে ব্যাক্তিগত একটা কাজে এসেছিলাম, তাই দেখা করলাম। এক সঙ্গে খাওয়া দাওয়া হল, কুশল বিনিময় যেমন হয়, এইটুকুই হয়েছে।" অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক কি তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত? এই প্রসঙ্গে তিনি বলেন, "নিশ্চয়ই কোন রাজনৈতিক ভাবনা চিন্তা আছে। কিন্তু সেটা কোন দলের হয়ে নয়। কোথাও যোগ দেওয়ার জল্পনা নেই, আবার না যোগ দেওয়ার জল্পনা নেই। সরাসরি রাজনীতিতে যোগ দেওয়া কোন ভাবনা আমার নেই৷"

শুরু গুঞ্জন

বিধানসভা নির্বাচনের আগে টলিউডের একঝাঁক তারকা তৃণমূলে যোগ দেন। কেউ কেউ ভোটে প্রার্থীও হন। কিন্তু পরমব্রতকে কোনও শিবিরেই দেখা যায়নি। তবে আচমকা বিধানসভা ভোটের কয়েকমাস পরে আচমকা অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে রাজনীতিতে তিনি যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন পরমব্রত।

Advertisement

Advertisement